সোমবার, ০৬ মে ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি ॥ ফসলের ব্যাপক ক্ষতি ॥ ১০ ঘন্টা বিদ্যুতবিহীন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা সিলেট কিশোর হত্যার দায়ে বানিয়াচঙ্গের যুবক আটক আয়া চন্দনা রাণীর পোস্টিং লাখাই কাজ করছেন হবিগঞ্জ মাতৃমঙ্গল হবিগঞ্জ পৌরসভা থেকে অবসরপ্রাপ্ত ১৫ কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল আহমেদের মনোনয়নপত্র বাতিল ধুলিয়াখাল থেকে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ৩ ঘন্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা ॥ ভোগান্তি উপজেলা পরিষদ নির্বাচন হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল মানবসেবার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার অর্ধবার্ষিক সভা গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ শাহীন। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর আরেফ আলী মন্ডলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও বাসস হবিগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, এমএসএফ এর কো-অর্ডিনেটর টিপু সুলতান, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি হবিগঞ্জ প্রতিনিধি এসএম সুরুজ আলী প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, বাড়ির লাউ চুরি হলে আমরা মামলা করি। কিন্তু আমাদের নদী চুরি হচ্ছে, পরিবশে চুরি হচ্ছে অথচ আমরা এ ব্যাপারে কোন কথা বলি না। আমাদের এ ধারা থেকে বের হয়ে আসতে হবে। এ ব্যাপারে কথা বলতে হবে। একা পথ চলা কঠিন। তাই একা কোন কিছুর প্রতিবাদ না করে সম্মিলিকভাবে প্রতিবাদ করতে হবে। সামনে দুর্গপূজা। তাই পূজায় আমাদের সতর্ক ও সচেতন থাকতে হবে। কেউ যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে না পারে, দেশের শান্তি শৃংখলা ভঙ্গের মতো কোন ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। রাজনৈতিকভাবে আমরা একে অন্যের মত পছন্দ করি না, এ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। তবেই আমাদের এ সোনার বাংলায় সার্বজনিন মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আমাদের মানবাধিকার চর্চা বৃদ্ধ করতে হবে। ভুক্তভোগীর পাশে থাকতে হবে। তাদের উৎসাহ, সাহস ও সমর্থন দিতে হবে। আমাদের সচেতন হতে হবে। অন্যায়ের প্রতিবাদ করা শিখতে হবে। এতে নিজেদের সুরক্ষার পাশাপাশি মানবাধিকারও প্রতিষ্ঠিত হবে। আমরা ভীষন অসততা ও অস্বচ্ছতার উপর দাড়িয়ে আছি। আমরা ক্রমাগত আমাদের নীতি আদর্শ থেকে সড়ে যাচ্ছি। আর নীতি আদর্শ থেকে সড়ে যাওয়াই দুর্নীতি। স্বচ্ছতা নেই বলেই দুর্নীতি হচ্ছে। আমরা যতই নিজেদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করি না কেন, তা আমাদের কাজে কর্মে প্রমাণ করতে হবে। বাংলাদেশে আজ স্বাধীনতার স্বপক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতায়। তারা রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু মুক্তিযুদ্ধের ভাব আদর্শ বাস্তবায়ন না করলে দেশের জনগণের কোন লাভ হবে না। আমাদের দেশে অপরাধির অপরাধ গোপন করার প্রবণতা বিশেষ ভাবে কাজ করে। এ ধারা থেকে বের হয়ে আসতে হবে। যারা দলের নাম ভাঙ্গিয়ে অপরাধ করে তাদের প্রশ্রয় দেয়া যাবে না। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের জবাবদিহীতা আছে। জবাবদিহীতা শূণ্য রাষ্ট্র বা সমাজ কখনো ভাল ফল বয়ে আনে না। অন্যের কাছে জবাবদিহীতা না থাকা মানবাধিকারের চরম লংঘন। কোন সভ্য স্বাধীন দেশে রাস্তায় দাড়িয়ে, মানববন্ধন করে বিচার চাইতে হয় তা কাম্য নয়।
সভায় বক্তাগণ হবিগঞ্জের পরিবশেগত মানবাধিকার রক্ষায় ভূমিকা পালন করবে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com