শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

টঙ্গিরঘাটে চিলির সেলাভিপ সংস্থার আর্থিক সহযোগিতায় ও এসেড হবিগঞ্জ বাস্তবায়িত দরিদ্র জনগোষ্ঠীর জন্য নির্মিত ঘর হস্তান্তর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের সব মানুষ যেন ভাল থাকে সেজন্য সর্বোত্তম কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সব সময় গরীব মানুষের কথা ভাবেন। তাদের পাশে থাকার চেষ্টা করেন। তিনি চান বাংলাদেশের একটি মানুষও যেন গৃহহীন না থাকে। তাইতো যারা ভূমিহীন ও গৃহহীন তাদের সরকারি খরচে জমিসহ ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। যাদের জমি আছে কিন্তু গৃহ নেই তাদের গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। এ সবই প্রধানমন্ত্রীর সদিচ্ছার ফসল। শুধু হবিগঞ্জেই এক হাজারের অধিক গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।
গতকাল বুধবার হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামে চিলির সেলাভিপ নামক সংস্থার আর্থিক সহযোগিতায় ও এসেড হবিগঞ্জ বাস্তবায়িত দরিদ্র জনগোষ্ঠীর জন্য নির্মিত পাকাঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান এসব কথা বলেন। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার, গণস্বাক্ষরতা অভিযান এর উপপরিচালক কে এম এনামুল হক, সিনিয়র প্রজেক্ট অফিসার আব্দুর রউফ, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ এম এ মোতালিব, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, এনজিও সংস্থা এসেড হবিগঞ্জ এর চীফ অব প্রোগ্রাম জামিল মোশতাক, ফাইন্যান্স এন্ড এডমিন ম্যানেজার আব্দুল মজিদ। এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ইউপি মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপকারভোগী ও গ্রামবাসীর পক্ষ থেকে গ্রামের সামনের একটি রাস্তা, কবরস্থানের পাকা দেয়াল নির্মাণ ও একটি গভীর নলকূপ স্থাপনের দাবি জানালে জেলা প্রশাসক পর্যায়ক্রমে দাবিগুলো পূরণের আশ^াস দেন। এছাড়াও তিনি গ্রামের ২০টি পরিবারকে স্বাবলম্বী করতে হাঁস দেয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক গ্রামের প্রতিটি শিশুকে স্কুলে পাঠানোর তাগিদ দেন। পাশাপাশি শিার্থীদের বই, খাতা, কলমসহ কোন শিক্ষা উপকরণের অভাববোধ করলে সেটিও দেয়ার নিশ্চয়তা দেন তিনি। বাড়ির পাশে যেটুকু জায়গা আছে পরিবারের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে তাতে শাক-সবজি চাষ, হাঁস-মোরগ ও কবুতর পালনের পাশাপাশি কোন অবস্থাতেই যেন এ গ্রামে কোন বাল্য বিয়ে সংঘটিত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান।
প্রসঙ্গত, টঙ্গিরঘাট গ্রামের প্রায় সকলেই মাছ আহরণের সাথে সম্পৃক্ত। তারা অত্যন্ত দরিদ্র। তাদের বসবাসের জন্য ভাল কোন আবাসন নেই। তাই এ গ্রামের দরিদ্র ৫৫টি পরিবারকে চিলির সেলাভিপ সংস্থার আর্থিক সহযোগিতায় পাকা ঘর নির্মাণ করে দেয় এনজিও সংস্থা এসেড হবিগঞ্জ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com