স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং প্রেসক্লাবের সেক্রেটারি মখলিছ মিয়া মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। রবিবার (২১ আগস্ট) ছাত্র-ছাত্রীদের অভিভাবকমন্ডলীর সর্বোচ্চ ভোট পেয়ে তিনি এ পদে নির্বাচিত হন। মখলিছ মিয়া এ পদে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সহ-সভাপতি শেখ জোবায়ের জসিম ও নজরুল ইসলাম তালুকদার, যুগ্ম সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, প্রচার ও দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম অপু, সিনিয়র সদস্য একে আজাদ, পিয়ানুর আহমেদ হাসান, সৈয়দ মছরুর আহমেদ, হাবিবুর রহমান মাসুকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।