মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা চেষ্টা ॥ আটক ৩ বানিয়াচঙ্গের পৈলারকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১৫ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকে শুল্ক বৃদ্ধি মাধবপুরে শিল্পপতিদের হতাশা জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে হবিগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ ঢাকায় বিমান বিধ্বস্ত এর ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গণঅধিকার পরিষদের দোয়া মাহফিল মিথ্যা ও হয়রানীরমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে বাদীর সংবাদ সম্মেলন বানিয়াচঙ্গে পাহারাদার রঙ্গিলা হত্যাকান্ডের ঘটনায় আটক ১ হবিগঞ্জ শহরে বিক্ষোভ নিজামপুরে বিএনপির জনসভায় জি কে গউছ ॥ বিএনপির নেতাকর্মীদের দ্বারা যেন ভিন্ন মতের, ভিন্ন ধর্মের মানুষ কষ্ট না পায় হবিগঞ্জ জেলা বিএনপির ৪ নেতার বিবৃতি ॥ নিরপরাধ লোকজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাথে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭তম সভা অনুষ্ঠিত

থানা মসজিদে জুমার খুৎবায় মাও: আব্দুল মোছাব্বির ॥ দুনিয়ার লোভ লালসায় পড়ে অনেক আলেম তাদের জ্ঞান বিক্রি করে দেন

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ হবিগঞ্জ সদর থানা মসজিদে ২২ জুলাই শুক্রবার জুমার খুৎবায় মাওলানা আব্দুল মোছাব্বির বলেছেন, যারা এলিম অনুযায়ী যারা আমল করে তারা হক্কানী আলেম। হাশরের ময়দানে আল্লাহ তাদেরকে বিশেষ সম্মানের সাথে আহবান করবেন। এক ধরনের আলেম আছেন যারা আমলের ব্যাপারে খুবই গাফেল। তারা দুনিয়ার লোভ লালসায় পড়ে তাদের জ্ঞানকে বিক্রি করে দেন। তাদেরকে শাস্তি ভোগ করতেই হবে। হক্কানী আলেম ওলামাদের দুনিয়ার প্রতি লোভ থাকতে পারে না, টাকা পয়সার প্রতি অতিরিক্ত মোহ থাকতে পারে না। মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্রদেরকে আল্লাহ তার রহমতের ছায়ার তলে রাখেন। যারা মাদ্রাসায় পড়ালেখা করে তাদের চলাচলের রাস্তায় আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নুরের বিছানা বিছিয়ে দেন। ইমাম গাজ্জালী রাঃ এর অন্যতম উদাহরণ হতে পারেন। মাদ্রাসায় পড়ে যারা আলেম হন তারা ওয়ারিসাতুল আম্বিয়া বা নবী রাসুল (সা) এর প্রতিনিধি। তাদের মাধ্যমে যোগযোগ যাবত ইসলামের প্রসার লাভ করেছে এবং করবে। দুনিয়া এবং আখেরাতে রয়েছে তাদের উচ্চ সম্মান। এক শ্রেণীর মানুষ আছে যারা আলেম না, কিন্তু আলেমদেরকে ভালবাসেন, তাদের দেখানো পথে চলেন, ফরজ তরক করেন না, সুন্নত ছাড়েন না, তাদেরকে আল্লাহ আলেমদের সাথে বেহেশত নসিব করবেন। ব্যবসা করার আগে আলেমদের পরামর্শ নেন, ব্যবসায় বরকত আসবে, চাকুরী করার আগে আলেমদের জিজ্ঞাসা করেন জেনে নেন, আপনার পছন্দের চাকুরী করাটা ইসলামের দৃষ্টিতে জায়েজ হবে কি না, তাতে বরকত হবে, এমন কি জীবন চলার পথে প্রতিটি ক্ষেত্রে আলেমদের পরামর্শ নেন, জীবন পাল্টে যাবে, দুনিয়া ও আখেরাত দুটিই পাবেন।
তিনি বলেন, আল্লাহর রাসুল (সা) এর সকল সাহাবী নিস্পাপ। আবু বকর (রা) থেকে শুরু করে সর্বশেষ যে সাহাবী ইমানের সাথে রাসুল (সা) এর সাথে মুসাফাহ করেছেন তিনি পর্যন্ত নিস্পাপ। আশুরা মাস আসছে, দেখবেন কিছু অজ্ঞ লোক কোনো কোনো সাহবী (রা)কে গালিগালাজ করছে। আমিরে মুআবিয়া (রা) আল্লাহর রাসুল (সা) এর অন্যতম সাহাবী। কে কার পিতা কে কার সন্তান সেটা দেখার বিষয় নয়। মূল বিষয় হচ্ছে তিনি আল্লাহর রাসুল (সা) এর সাহাবী কি না। কোনো সাহাবী কে গালি দেয়া যাবে না। ৩৬ মিনিটের জুমার খুৎবায় মাওলানা আব্দুল মোছাব্বির আলেমদের পরামর্শে নিজেদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলার উপর গুরুত্বারুপ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com