স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে স্ত্রীর দায়েরকৃত মামলায় জুয়েল মিয়া নামের এক স্বামীকে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মো. মোস্তুফা মিয়া। কোর্ট পেশকার মো. ফজলু মিয়া জানান, ২০১৬ সালের ২৯ মার্চ সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা মেরাছানি গ্রামের ইয়ার হোসেনের পুত্র জুয়েল মিয়া ও তার পরিবার চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের আব্দুল মতিনের কন্যা দিলারা আক্তারের নিকট ১ লাখ টাকা যৌতুক দাবি করে। অন্যথায় তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় রুনা বাদি হয়ে আদালতে মামলা করলে স্বাক্ষী প্রমাণ শেষে আদালত স্বামী জুয়েলকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া তার পিতা ইয়ার হোসেনকে খালাস দেয়া হয়। রায় প্রদানকালে আসামি জুয়েল ও তার পিতা ইয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর জুয়েলকে কারাগারে প্রেরণ করা হয়।