কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে বলা হয় পর্যটনের রাজধানী, লাউয়াছড়ার জাতীয় উদ্যান তার উপর দিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক। আরেকটু ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে লাউয়াছড়া উদ্যানের বুক চিরে বয়ে চলেছে সিলেটের সাথে সারা দেশের যোগাযোগের রেলপথ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলকে দেখতে আশা পর্যটকরা সহজেই ঘুরে দেখতে পারেন শ্রীমঙ্গলের সৌন্দর্য, ঈদ কিংবা কোন দীর্ঘ ছুটিতে প্রকৃতি প্রেমীরা মনের টানে ছুটে আসেন পর্যটনের এই শহরে। সবুজছায়া, ঝর্ণাধারা ও হাওরজলে ক্ষণিকের জন্য হারিয়ে যেতে। তবে এবার ঈদুল আজহার ছুটির দিনগুলো ব্যতিক্রম। পর্যটকদের ভিড় নেই পর্যটন স্পটগুলোতে। হোটেল-মোটেল, রিসোর্টগুলো প্রায় পর্যটক শূন্য। প্রায় সব জায়গাতেই সুনশান নিরবতা। এতে হতাশ হয়ে পড়েছেন পর্যটন নির্ভর শ্রীমঙ্গলের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। ঢাকার মিরপুর ৩নং সেক্টর থেকে বেড়াতে আসা সুয়েল রানা ও তার সহধর্মিণী সাইমা রানা বলেন সুযোগ পেলেই লাউয়াছড়া জাতীয় উদ্যান, বাইক্কাবিল, ভাড়াউড়া লেক, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, খাসিয়া পুঞ্জি, চা-ফ্যাক্টরি দেখতে ছুটে আসেন। এবারও ঈদের দিন রাতে মনের টানে স্বামী, ছেলে মেয়ে-সহ মনোমুগ্ধকর স্পর্ট ঘুরতে এসেছেন। তিনি বলেন অন্যান্যবার আমরা রুম পেতে বেগ পেতে হলেও এ বছর পর্যটক কম থাকায় হোটেলে রুম বরাদ্দ পেতে সমস্যা হয়নি। লাউয়াছড়া বিটের বিট অফিসার আনিছুজ্জামান বলেন, এবছর তুলনামূলক ভাবে পর্যটন কম। ঈদের দিন মাত্র ৪২৯ জন পর্যটক লাউয়াছড়ায় প্রবেশ করেছেন। তার মধ্যে স্থানীয়রাই বেশি। অথচ গত ঈদের সময় দিনে কমপক্ষে ৪-৫ হাজার পর্যটক যাতায়াত করেছেন। এবছর পর্যটন কম আসার কারণ জানতে চাইলে আনিছুজ্জামান জানান, বন্যার প্রভাব পড়ায় হয়তো এ বছর পর্যটক কমে গেছে। শ্রীমঙ্গল গ্রিণলিফ রেস্টহাউজ এর মালিক এস কে দাস সুমন জানান বন্যার প্রভাবে এবার খুব সীমিত সংখ্যক মানুষ বেড়াতে এসেছেন। ঈদ উপলক্ষে একজন মাত্র পর্যটক তার রেস্ট হাউসে উঠেছেন। অন্যান্য সময় ঈদের সপ্তাহখানেক আগে থেকে তার রেস্ট হাউসজের সব রুম বুকিং হয়ে যেত। এবার সব ফাঁকা ক্ষতির সম্মুখীন হয়েছে তার প্রতিষ্ঠান।
এসকেডি আমার বাড়ি রিসোর্টের মালিক সজল দাশ বলেন, ‘খুব করুণ অবস্থা। আমার রিসোর্টে ৪০টি রুমের মধ্য মাত্র ২টি রুম ভাড়া হয়েছে। এমনটা হবে কখনো ভাবনায় আসেনি ঈদের চতুর্থ দিন বিভিন্ন স্পটে গিয়ে দেখা যায় শুনশান পরিবেশ বিরাজ করছে কোথাও নেই পর্যটকবাহী গাড়ির। এবার পর্যটক চোখে পড়েনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা কেন্দ্র, বধ্যভূমি ৭১, নীল কণ্ঠ চা কেবিনে।