সোমবার, ২৬ মে ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

সামর্থের সবটুকু নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে “হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম”

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামর্থের সবটুকু নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাড়িয়েছে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম। এ পর্যন্ত হাজারো মানুষের ঘরে পৌছে দিয়ে খাদ্য সামগ্রী।
তার মধ্যে উল্লেখ যোগ্য পন্য হল- তেল, চিড়া, মুড়ি, ঘুর, আলু, পিয়াজ, খাবার পানি, ঔষধ। সরকারী নিবন্ধনভূক্ত সামাজিক সংগঠন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম। হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় পানিবন্দি মানুষের পাশে থেকে অব্যাহতভাবে খাদ্য সামগ্রী সহায়তা দিয়ে যাচ্ছেন। এ কাজে দিনরাত পরিশ্রম করছেন সংগঠনের একদল তরুন। গতকাল ৩০ জুন বৃহস্পতিবার লাখাই উপজেলার করাব ইউনিয়নের পানিবন্দি ৩ শতাধিক মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন, শেখ সুলতনা মো. কাওসার, মো. কাউছার আহমেদ, হাফিজুল ইসলাম, বিদ্যুৎশাহী আলম, শেখ আব্দুল আওয়াল, সৈকত দাশ, খলিলুর রহমান রুবেল, জাকির খান, সিয়ামুল সূরত প্রিন্স, সানি আহমেদ, একরাম রিয়াদ, তৌহিদুল ইসলাম ইলিয়াছ, সঞ্জিত দাস, রাহিম প্রমূখ। এছাড়াও বানিয়াচং উপজেলা সহ হবিগঞ্জের বিভিন্ন ¯’ানে এই খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি শেখ সুলতান মো. কাওসার বলেন, বন্যায় মানুষ খবুই কষ্টে আছে। তাদের এমন দুঃখ, দুদর্শা অবশ্যই থাকবে না। তবে বর্তমানে তাদের সহযোগিতায় সকলকেই এগিয়ে আসা প্রয়োজন।
সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার আহমেদ বলেন, বর্তমান এই দুঃসময়ে বানবাসি মানুষের পাশা থাকা প্রয়োজন। তাই সামর্থ অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করছে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরম।
সংগঠনের সভাপতি শেখ আব্দুল আওয়াল রাসেল বলেন, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। দুর্যোগের এই সময়ে অবশ্যই মানষের পাশে থাকা প্রয়োজন। আমাদের সংগঠনের পক্ষ থেকে বন্যা কবলিতদের সামর্থ অনুয়াী নিয়মিত খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com