স্টাফ রিপোর্টার ॥ নিরীহ ফিলিস্তিনীদের উপর ইসরাইলের নির্মম হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
গতকাল বুধবার সকাল ১১টায় সমিতির কার্যালয়ের সামনের রাস্তার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক আইনজীবী অংশ নেন।
এতে বক্তৃতা করেন সমিতির সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, সাধারণ সম্পাদক এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডঃ খালেকুজ্জামান চৌধুরী, পিপি আকবর হোসেন জিতু প্রমূখ।
এ সময় বক্তারা-হামলার তীব্র নিন্দ্বা জানিয়ে বলেন, ইসরাইল বিশ্ব মানবতাকে কলুসিত করেছে। তাই বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে নির্বিচারে হত্যাকে প্রতিহত করতে হবে।