বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ ওসি সহ আহত শতাধিক মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল বানিয়াচং ॥ আজ বিকাল ৪টায় প্রতিবাদ সভার আয়োজন আজমিরীগঞ্জের আ’লীগ নেতা আমজাদ তালুকদার সেনাবাহিনীর হাতে গ্রেফতার সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হবিগঞ্জে নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন শহরের উত্তর শ্যামলী এলাকার কালভার্টের নিকট সড়কের পাশে বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী গ্রেফতার শহরের রাজনগর এলাকায় মি. বার্গারে সেনাবাহিনীর অভিযান

প্রতিবাদ সভায় মহাসড়ক অবরোধের হুশিয়ারী ॥ কালবৈশাখী ঝড়ে চুনারুঘাটের ৬ গ্রাম ৪ দিন ধরে বিদ্যুতবিহীন

  • আপডেট টাইম রবিবার, ২২ মে, ২০২২
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কালবৈশাখী ঝড়ের কারনে চুনারুঘাট সদরের ৬ গ্রাম ৪ দিন ধরে অন্ধকারে রয়েছে। বার বার তাগিদ দেয়ার পরও কর্তৃপক্ষের টনক নড়ছে না। এ নিয়ে গ্রামবাসীরা গতকাল শনিবার প্রতিবাদ সভা করেছেন। এতে তারা হুশিয়ারী দেন ২৪ ঘণ্টার মধ্যে যদি বিদ্যুত সংযোগ না দেয়া হয় তবে ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রীজে অবরোধ করা হবে। জানা যায়, চুনারুঘাট উপজেলার ঘরবাড়ি বিধ্বস্তসহ গাছপালা ও বৈদ্যুতিক খুঁটিসহ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৬নং সদর ইউনিয়নের রামশ্রী, ঝিকুয়া, আলাপুর, শেখেরগাঁও, করিমপুর, হাঁসারগাঁওসহ আশপাশের এলাকা ৩ দিন ধরে বিদ্যুৎবিহীন রয়েছে। গতকাল শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত বেশিরভাগ বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। এদিকে, টানা বিদ্যুৎবিহীন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা মাছ, মাংস, সবজিসহ নষ্ট হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে মোবাইল সেবা। পানির অভাবে ইবাদত বন্দেগিতে করতে কষ্ট করতে হয় মুসল্লীদের। স্থানীয় ৯নং ওয়ার্ড মেম্বার আব্দুল আলী বলেন, ৩ দিন ধরে কারেন্ট নাই। রাতে অন্ধকার, আর গরমের কারনে কষ্টের শেষ নাই। অফিসকে ফোন দিলে কোনো উত্তর পাওয়া যায় না। কবে বিদ্যুৎ আসবে জানি না। হারুন নামের এক গ্রাহক বলেন, বিদ্যুত আসার নাম নেই। বাসা বাড়িতে থাকা মাছ মাংস পঁচে যাচ্ছে। মোবাইলে চার্জ নেই। কারো সাথে যোগাযোগ করতে পারছি না। বিদ্যুত অফিসে কল দিলে বলা হয়, অচিরেই বিদ্যুত সরবরাহ করা হবে। আবার বেশিরভাগ সময় ফোনই ধরে না অফিসের কেউ। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা বিদ্যুত অফিসের জিএমের নম্বরে বারবার ফোন দেয়া স্বত্তেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ছাড়া এজিএমের ফোন বন্ধ ছিলো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com