মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

বহুলা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা এলাকা থেকে ফজলু মিয়া (৫০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস যৌন উত্তেজক ইয়াবা উদ্ধার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে নবাগত ডিবির ওসি মো. সফিকুল ইসলামের পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুর ২টার দিকে এসআই আলমগীর ও মামুনসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে উল্লেখিত মাদক ও পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়। সে বিজয় নগর উপজেলার জালালপুর গ্রামের মৃত সাহেদ মিয়ার পুত্র। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে মামলা করেছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রাতেই তাকে সদর থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com