শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

হবিগঞ্জে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে হবিগঞ্জে গতকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিবসের শুরুতে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে নবনির্মিত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডঃ মো: আবু জাহির, হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান এবং জেলার সকল সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ সর্বস্তরের মানুষ। এসময় বিশেষ দুআ মোনাজাতের আয়োজন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালিতে হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। পরে শিশুদের নিয়ে কেক কাটা এবং ‘মুক্তির মেলা ও সুবর্ণজযন্তী উৎসব’ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। দিবস উপলক্ষে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির, হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, হবিগঞ্জ জেলা পরিষদের হবিগঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ খান, বীর মুক্তিযোদ্ধাগণসহ জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সুধীজন।
দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে জেলার আধুনিক স্টেডিয়ামে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com