স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে হবিগঞ্জে গতকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিবসের শুরুতে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে নবনির্মিত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডঃ মো: আবু জাহির, হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান এবং জেলার সকল সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ সর্বস্তরের মানুষ। এসময় বিশেষ দুআ মোনাজাতের আয়োজন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালিতে হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। পরে শিশুদের নিয়ে কেক কাটা এবং ‘মুক্তির মেলা ও সুবর্ণজযন্তী উৎসব’ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। দিবস উপলক্ষে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির, হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, হবিগঞ্জ জেলা পরিষদের হবিগঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ খান, বীর মুক্তিযোদ্ধাগণসহ জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সুধীজন।
দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে জেলার আধুনিক স্টেডিয়ামে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।