স্টাফ রিপোর্টার ॥ রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাহুবলের তারাপাশা গ্রামে দু’দলের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের জিতু মিয়া ও একই গ্রামের সুন্নত আলীর মধ্যে দীর্ঘ দিন ধরে একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল দুপুর ১২ টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে সুন্নত আলী (৫০), জামাল মিয়া (২৫), জিতু মিয়া (৫০), শাহাব উদ্দিন (৪৮), রিপন মিয়া (৪০), খুর্শেদ আলী (২২), আরজু মিয়া (৭৫)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।