শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

গণটিকার উদ্বোধনীতে এমপি আবু জাহির ॥ ভ্যাকসিন গ্রহণের পরও মাস্ক পড়ে চলাফেরার আহবান

  • আপডেট টাইম রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণের পরও সকলকে মাস্ক পরিধান করে চলাফেরাসহ সচেতনতা অবলম্বনের আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশে একদিনে এক কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার কর্মসূচি হিসাবে হবিগঞ্জে গণটিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানিয়েছেন। তিনি গতকাল সকালে হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি জেলা শহর ও সদর উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে যান।
কেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন, অনেক উন্নত দেশের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা টিকার ব্যবস্থা করেছেন। শুরুতে দুস্কৃতিকারীরা টিকা সম্পর্কে গুজব ছড়াতে চেয়েছে। তারা মানুষকে ভুল বুঝিয়ে টিকা গ্রহণ থেকে দূরে রাখতে চেয়েছে। এসব মানুষ সবসময়ই মানুষের ক্ষতি চায়। এক্ষেত্রে সকলকে সচেতন থাকতে হবে। এ সময় তিনি ভ্যাকসিন গ্রহণের পরও করোনা ভাইরাস সংক্রমন থেকে পুরোপুরিভাবে সুরক্ষিত থাকতে মাস্ক পড়ে চলাফেরাসহ সাবধানতা অবলম্বনের আহবান জানান। এছাড়া টিকা কেন্দ্রে নারী-পুরুষের উপস্থিতি দেখে ও টিকা গ্রহণে আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নিজে হ্যান্ড মাইক হাতে নিয়ে সকলের শারীরিক দূরত্ব নিশ্চিত করেন। উদ্বোধনী অনুষ্ঠান ও টিকাকেন্দ্র পরিদর্শনকালে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বলসহ জনপ্রতিনিধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com