শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

শহরে এক্সরে জালিয়াতির ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সদর হাসপাতালের পাশে কোরেশনগর এলাকার কনসালটেন্ট ডায়াগনষ্টিক সেন্টারে এক্সরে জালিয়াতির ঘটনায় আটক প্রতারক চক্রের দুই সদস্যের রিমা- মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বাহুবল মডেল থানার এসআই জসীম উদ্দিন জানান, মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মো. আলকাছ মিয়া ও ৬ নম্বর আসামি মোঃ ছাদেক মিয়ার রিমা- মঞ্জুর করা হয়েছে। তিনি জানান, জালিয়াতি ও প্রতারণার ঘটনায় গত ১৭ ডিসেম্বর বাহুবল মডেল থানার এস আই ফুয়াদ আহমেদ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেক জনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণা মামলা দায়ের করেন। এ ঘটনায় কারাগারে থাকা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের জন্য রিমা- চেয়ে আবেদন করা হয়। ৩০ জানুয়ারি আবেদনের শুনানী হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদ ১ দিনের রিমা- মঞ্জুর করেন। এছাড়া মামলার বাকী আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এদিকে একটি সূত্র জানিয়েছে, শহরের কোরেশনগর এলাকার কনসালটেন্ট ডায়াগনষ্টিক সেন্টারের নিকট আরেকটি ডায়াগনষ্টিক সেন্টার ও ফিজিওথেরাপি রয়েছে। ওই সেন্টারের মালিকও এসব জালিয়াতি ব্যবসার সাথে জড়িত। তাদের যোগসাজশেই কনসালটেন্ট ডায়াগনষ্টিক সেন্টার থেকে ভূয়া এক্সরে রিপোর্ট ও ফিলিম তৈরি করা হয়। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহর ও আশপাশে থাকা বিভিন্ন ক্লিনিক ভূয়া এক্সরে রিপোর্ট দিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করে আসছে। বিনিময়ে তারা মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এসব এক্সরে রিপোর্টের কারণে অনেক নিরপরাধ লোককে কারাগারে বাস যেতে হচ্ছে।
গত ৩০ সেপ্টেম্বর বাহুবল উপজেলার পূর্বজয়পুর গ্রামের আখলাছ মিয়া বাদি হয়ে মামলা করেন। এরপর মামলার আসামি জাহাঙ্গীর মিয়া আদালতে হাজির হয়ে দরখাস্ত দিয়ে জখমীদের ইনজুরি জাল ও ভূয়া বলে অবগত করেন। আদালত এ বিষয়ে প্রতিবেদন দিতে বাহুবল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
পুলিশ তদন্ত শেষে জখমী সাদেক মিয়া, আকলাছ মিয়াসহ অন্যান্যদের এক্সরে রিপোর্ট (ফিলিম) জাল ও ভূয়া বলে উল্লেখ করে প্রতিবেদন দেন। বিচারক প্রতিবেদনটি আমলে নিয়ে জালিয়াত ও প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা রুজুর জন্য বাহুবল থানার ওসিকে নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com