বুধবার, ২১ মে ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

হবিগঞ্জে অসহায় নারীকে পিঠার বক্স উপহার

  • আপডেট টাইম শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৩৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার গৃহবধু আনোয়ারা খাতুন। ২ ছেলে ও ১ মেয়ের মাঝে মেয়েটি প্রতিবন্ধি। স্বামী বাচ্চুু মিয়ারও নেই তেমন কোন আয় উপার্জন। অতিকষ্টে দিনাতিপাত করতে হয়। নিজে কিছু করবেন তেমন কোন পূজিও নেই। পরিচিত এক নারী আইনজীবী ১০ হাজার টাকা পূজি দিলে সেই টাকা নিয়ে রাস্তার পাশে চুলা বসিয়ে তৈরি করেন শীতের পিঠা। স্বামী ও সন্তানও তাকে সহযোগিতা করে। ভাপা ও চিতই পিঠা দিয়ে আয় উপার্জনও ভালই হচ্ছে। কিন্তু রাস্তার ধুলা বালি থেকে পিঠাগুলো সুরক্ষার কোন উপায় না থাকায় বিক্রির পরিমাণ তেমন বাড়ছিলনা। বিষয়টি নজরে আসে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রায়হানা বেগমের। তিনি তার কøাবে বিষয়টি উপস্থাপন করলে ক্লাবের নারীর ক্ষমতায়ন প্রকল্প থেকে ওই নারীর পাশে থাকার সিদ্ধান্ত নেন কাবের সদস্যরা। পরে গ্লাস ও থাই এ্যালমুনিয়ার দিয়ে তৈরি করেন একটি নিরাপদ বাক্স। গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আনোয়ারা খাতুনের হাতে তুলে দেয়া হয় বাক্সটি। বাক্সটি পেয়ে আনন্দে কেদে ফেলে ওই মহিলা। প্রতিক্রিয়া জানিয়ে এই মহিলা বলেন, ‘এখন আর শুধু শীতকাল নয়। সারা বছরই ডাইলের পিঠা, ডাইলের বড়া,সিঙ্গারা আর সমুচা বিক্রি করতে পারব। শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচ কে হাই স্কুলে এক অনুষ্ঠানে আনোয়ারার হাতে বাক্সটি তুলে দেয়া হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল। ক্লাব প্রেসিডেন্ট রায়হানা বেগমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাছকিরা আক্তার জুবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন কøাবের চার্টার্ড প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, ট্রেজারার এডভোকেট শায়লা পারভীন ও ক্লাব করেস্পন্ডেন্ট রওশন আরা লুনা।
প্রধান অতিথির বক্তৃতায় ড. জহিরুল হক শাকিল বলেন, নারীর ক্ষমতায়নের জন্য সবার আগে প্রয়োজন নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাভলম্ভি করা। ছোট একটি উদ্যোগ একটি নারীর পরিবারকে বদলে দিতে পারে। ইনারহুইল কাবের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় অনেক অসহায় নারী নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। এভাবে সকলে মিলে কাজ করলেই নারীর ক্ষমতায়ন সম্ভব হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com