স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বহুলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৩ গাঁজাখোরকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদ- দেয়া হয়। আটককৃতরা হল, বহুলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত শের আলীর পুত্র আব্দুস সালাম (৫৫), একই গ্রামের মৃত আকবর আলীর পুত্র হোসেন আলী (৫০) ও আতাব মিয়ার পুত্র সাহেব মিয়া (২৭)।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজির আলীর নেতৃত্বে একদল সিপাহী বহুলা থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের উপস্থিতিতে প্রত্যেককে ৩ মাসের কারাদ- ও ২শ টাকা জরিমানা করা হয়। বিকেলেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।