সোমবার, ২৬ মে ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

জায়গা সংক্রান্ত বিরোধ ॥ পাইকপাড়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত উত্তর পাইকপাড়া গ্রামের সবুজ মিয়ার মাথায় ২টি কুব রয়েছে, তার স্ত্রী শিফা আক্তারের নাকের হাড় ভেঙ্গে গেছে। জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তর পাইকপাড়া গ্রামের সবুজ মিয়ার সাথে একই গ্রামের আত্মীয় আব্দুর রাজ্জাকের পরিবারের বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে গত ১৬ ডিসেম্বর বিকালে সবুজ মিয়ার বাড়িঘরে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় সবুজ মিয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দৃর্বৃত্তরা। স্বামীকে বাচাতে এগিয়ে আসলে সবুজ মিয়ার স্ত্রীকে লোহার রড দিয়ে প্রহার করলে নাকের হাড় ভেঙ্গে যায়। পরে সবুজ মিয়ার ঘরে প্রবেশ করে ক্যান্সারে আক্রান্ত সবুজ মিয়ার মা ছালেমা খাতুন ও বৃদ্ধ বাবা আব্দুল হেকিমকেও মারধর করে। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করা সবুজ মিয়া জানান- আব্দুর রেজ্জাক ও তার লোকজন বাড়িঘরে হামলা করে তাদেরকে হত্যার চেষ্টা করে। তারা এলাকায় সন্ত্রাসী হিসাবে পরিচিত। এরা আমাদেরকে বাড়িঘরে যেতেও ভয়ভীতি দেখাচ্ছে। হবিগঞ্জ সদর থানার পুলিশ আহত সবুজ মিয়াসহ অন্যান্যদের খোজ খবর নিতে হাসপাতাল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com