রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী এডঃ আশরাফুল বারী নোমান শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা মোহনপুর মসজিদে জুমার মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী ॥ বেশি রাত করে ঘুমালে দেহে কঠিন কঠিন রোগ সৃষ্টি হয় হবিগঞ্জে জেলা জমিয়তের বিক্ষোভ ॥ অবিলম্বে মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল করতে হবে শায়েস্তাগঞ্জে অপহৃতা কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার ॥ গ্রেপ্তার ১ বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোবারক আলীর ইন্তেকাল জিকে গউছের শোক রশিদপুর থেকে উদ্ধার অচেতন ব্যক্তির মৃত্যু পরিচয় মিলেনি নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন

সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ইউনাইটেড শিশু জেনারেল হাসপাতালের ২ জন রিমান্ডে

  • আপডেট টাইম বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৭৯ বা পড়া হয়েছে

রাহিম আহমেদ ॥ শহরের আলোচিত ইউনাইটেড শিশু জেনারেল হাসপাতালে সাটিফির্কেট জালিয়াতির ঘটনায় কারাগারে থাকা দুইজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইয়াসিন আরাফাত তাদের দুই দিনের রিমা- মঞ্জুর করেন। এর আগে সদর মডেল থানার এসআই সনৎ দাশ ওই জালিয়াতকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। সম্প্রতি সদর মডেল থানার এসআই মোঃ সজিব মিয়া ও উৎসব কর্মকারসহ একদল পুলিশ ওই হাসপাতালে অভিযান চালিয়ে সার্টিফিকের্ট জালিয়াত চক্রের সদস্য ও নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের ও বর্তমানে নিউ মুসলিম কোয়ার্টার এলাকার ভাড়াটিয়া মৃত মঈন উদ্দিনের পুত্র মার্কেটিং অফিসার ফখর উদ্দিন ওরফে রুবেল (৪০) ও টাঙ্গাইল জেলার ঘাটালিয়া উপজেলার চাটপাড়া গ্রামের কামাল খানের পুত্র বর্তমানে শহরের অনন্তপুরের ভাড়াটিয়া এক্সরে টেকনোলজিষ্ট রুকুনোজ্জামান রুকন (২৫) কে গ্রেফতার করে। এ সময় ওই হাসপাতালের ম্যানেজার ও মালিক নাজমুল হক পালিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করে। পুলিশ জানায়, শহরের পুরাতন হসপিটাল কোয়ার্টারের এক সময়ের নামিদামী ইউনাইটেড শিশু জেনারেল হাসপাতালের মালিকপ দালালদের মাধ্যমে বিভিন্ন রোগীদের ইনজুরি জালিয়াতির মাধ্যমে বদল করে মোটা অংকের টাকার বিনিময়ে গ্রিভিয়াস ও গুরুতর জখম দেখিয়ে ভূয়া রিপোর্ট ও ফিলিম দেয়া হয়। আর এসব ফিলিমের কারনে মিথ্যা মামলায় অনেক নিরপরাধ লোক হাজতবাস করেন। এমনি এক বছর আগে ওই হাসপাতালের ভূয়া রিপোর্টের কারণে তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুও জেল হাজতে যান। লাখাই উপজেলার মনতৈল গ্রামেরও কয়েকজন আসামি ভূয়া রিপোর্ট ও ফিলিমের কারনে কারাগারে যায়। তাদের আইনজীবি বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করলে আদালতের নজরে আসে। আদালত এ বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য সদর থানাকে নির্দেশ দেন। সদর থানা তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়। এর প্রেেিত আদালত ওই হাসপাতালের সার্টিফিকের্ট জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়। আদেশ পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত দুইজনকে আটক করলেও এ ঘটনার অন্যতম অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ আরও জানায়, অচিরেই জালিয়াত চক্রের সদস্যদের গ্রেফতার করা হবে এবং আটকদের রিমান্ডে এনে আরও তথ্য উদঘাটন করা হবে। অনেক রোগী অভিযোগ করেন ওই হাসপাতালের মালিক ও কর্মচারীরা রোগীদের অশোভন আচরণ করেন। তাদের কথামতো বিল পরিশোধ না করলে মারপিটসহ পুলিশে দেয়ারও হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে অনেকেই তাদেরকে অতিরিক্ত টাকা দেন। এ ছাড়াও ভুয়া ইনজুরির রিপোর্ট ও ফিলিম প্রদানের অসংখ্য অভিযোগ রয়েছে ওই হাসপাতালের বিরুদ্ধে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com