বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ ওসি সহ আহত শতাধিক মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল বানিয়াচং ॥ আজ বিকাল ৪টায় প্রতিবাদ সভার আয়োজন আজমিরীগঞ্জের আ’লীগ নেতা আমজাদ তালুকদার সেনাবাহিনীর হাতে গ্রেফতার সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হবিগঞ্জে নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন শহরের উত্তর শ্যামলী এলাকার কালভার্টের নিকট সড়কের পাশে বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী গ্রেফতার শহরের রাজনগর এলাকায় মি. বার্গারে সেনাবাহিনীর অভিযান

নবীগঞ্জ ইউনিয়ন নির্বাচনী হালচাল-১১ ॥ গজনাইপুর ইউনিয়নে লড়াই হবে দ্বিমুখী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪১৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের এবারের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ সাবের আহমেদ চৌধুরী (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বহিস্কিত চেয়ারম্যান মোঃ ইমদাদুর রহমান মুকুল (আনারস), স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের কায়েদ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিউল আলম (চশমা), হাফিজ মোঃ আইয়ূব আলী (অটোরিক্স) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন।
এখানে ২ জনই চেয়ারম্যান প্রার্থীর লড়াই হবে হাড্ডাহাড্ডি। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১৯ হাজার ৭৫৬ জন। তন্মধ্যে পুরুষ ১০ হাজার ৯ জন ও মহিলা ৯ হাজার ৭৪৭ জন। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। মাইকিং পোষ্টার লিফলেট চেয়ে গেছে নির্বাচর্নী এলাকার হাট বাজার। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৫ জনই সমানে সমান। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ। আওয়ামীলীগের প্রার্থী মোঃ সাবের আহমেদ চৌধুরী নৌকা, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ ইমদাদুর রহমান মুকুল আনারস শক্ত অবস্থানে ভোটের লড়াই বেশ জমে উঠেছে। তবে মুল লড়াই ২ জন প্রার্থীই সমান সমান কেউ কারো থেকে কোন অংশে কম নয়। সাধারন ভোটার মনে করছেন ভোটে শেষ পর্যন্ত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ সাবের আহমেদ চৌধুরী আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ ইমদাদুর রহমান মুকুল আনারসের লড়াই হবে। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের সমীকরন। গ্রাম,পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোর হতে মধ্যরাত পর্যন্ত। এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় এবং জনমতে এগিয়ে আছেন বহিস্কিত চেয়ারম্যান মুকুল। তার সাথে তুমুল লড়াই হবে আওয়ামীলীগ প্রার্থী মোঃ সাবের আহমেদ চৌধুরী নোকার। ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়।অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করছেন ভোটাররা। ২ জনের লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায় এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ৫ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে ২ জন রয়েছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে। ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উৎসব আমেজে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটারা। আগামীকাল থাকছে নির্বাচনী হালচাল কালিয়ারভাঙ্গা ইউনিয়ন নিয়ে ১২তম পর্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com