মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ অবিভক্ত ভারতের কৃতি ফুটবল খেলোয়াড় ও বিট্রিশ বিরোধী আন্দোলনে কারাবরণকারী নেতা বানিয়াচংয়ের কৃতি সন্তান ভূপেন্দ্র রায় চৌধুরী (বি রায় চৌধুরী) ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বানিয়াচং আইডিয়েল কলেজে আলোচনা সভা, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আইডিয়েল কলেজ এর অধ্যক্ষ স্বপন কুমার দাশ’র সভাপতিত্বে ও লোক গবেষক আবু সালেহ আহমেদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বি রায় চৌধুরীর সুযোগ্য সন্তান অতিরিক্ত সচিব সিলেট সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, সুফিয়া মতিন মহিলা কলেজ এর অধ্যক্ষ সুলতান আহমেদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী বিপূল ভূষন রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ কবির মিয়া, বিশিষ্ট সংগীত শিক্ষক আবু মোতালেব খান লেবু, শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রউফ, উপজেলা প্রেসক্লাব সভাপতি এসএম খোকন, দীলিপ নারায়ন প্রমুখ। আলোচনা সভা শেষে ভূপেন্দ্র রায় চৌধুরী (বি রায় চৌধুরী) ফাউন্ডেশন থেকে ২ জন প্রাক্তন খেলোয়াড় তোতা মিয়া ও আব্দুর রউফ মাস্টারকে সম্মাননা ক্রেষ্ট ও ২ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট ও বৃত্তি প্রদান করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে বিধায়ক রায় চৌধুরী বলেন, আমার বাবার স্মৃতি রক্ষার্থে উক্ত ফাউন্ডেশন এর মাধ্যমে পর্যায়ক্রমে অন্যান্য স্কুল ও কলেজেও এ কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরো বলেন, বানিয়াচং পৃথিবীর মহাগ্রাম এ গ্রামের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি যেখানেই থাকিনা কেন, আমার গ্রাম বানিয়াচংকে ভূলে থাকতে পারবনা, ভবিষ্যতে আমার যদি কোন সুযোগ থাকে তাহলে বানিয়াচংয়ের শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করেন।