প্রেস বিজ্ঞপ্তি ॥ আহলে সুন্নাত ওয়াল জামায়াত হবিগঞ্জ এর উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত বুধবার দুপুর ২ টার দিকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত হবিগঞ্জ এর উদ্যোগে এক আলোচনা সভা ও জশনে জুলুস অধ্যক্ষ মাওলানা গোলাম ছরওয়ারে আলম এর সভাপতিত্বে শায়েস্তানগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম বি.এসসি। আলোচনায় অংশগ্রহণ করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক, এম.জি মোহিত, মাওলানা মহিউদ্দিন নঈমী, মাওলানা ছোলাইমান খান রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের শানু, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম খান, অর্থ সম্পাদক মাওলানা সাইফুল মোস্তফা, মুহাদ্দিস মাওলানা আব্দুল আলী আলকাদেরী, আঞ্জুমানে ছালেকীন হবিগঞ্জ জেলা মহাসচিব শেখ মোহাম্মদ ফারুক মিয়া, জেলা ইসলামী ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক মুফতি তাহির উদ্দীন ছিদ্দিকী, জেলা ইসলামী ফ্রন্ট অর্থ সম্পাদক মাওলানা খাইরুদ্দীন, হাফেজ আব্দুল করিম, হাফেজ আমিনুল হক, হাফেজ এবাদুল হক চৌধুরী, আলা হযরত ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান আলকাদেরী, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা শাহারাজ জিহাদী, আলী নেওয়াজ, বাংলাদেশ ইসলামী যুবসেনা হবিগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির, জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী বশনী, নেলা সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বক্তারা, যারা পবিত্র কোরান শরীফের অবমাননা করেছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। পরিশেষে বাদ আছর শায়েস্তানগর জামে মসজিদ থেকে জুলুস বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মসজিদ হয়ে শায়েস্তানগর কবরস্থানে এসে মিলাদ শরীফ ও মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করা হয় এবং জুলুস সমাপ্ত করা হয়। জুলুসে অংশগ্রহণ করেন আলা হযরত মতাদর্শে বিশ্বাসী সকল সুন্নী সংগঠনের জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আঞ্জুমানে ছালেকীন, আলা হযরত ফাউন্ডেশন হবিগঞ্জ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সকল স্তরের নেতৃবৃন্দ।