শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞ্জে বিবিয়ানার গ্যাস নিয়ে ক্ষোভ, সংসদে ব্রিফিং

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুন, ২০১৪
  • ৮৪৪ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বিবিয়ানার গ্যাস সরবরাহ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্যাসের দাবিতে প্রবাসীদের আন্দোলন, স্থানীয়দের তরফ থেকে বিভিন্ন কর্মসূচী এবং সম্প্রতি জাতীয় প্রেসক্লাব ক্যাম্পাসে মানববন্ধন কিছুতেই আশার প্রদীপ জ¦লছেনা। কেবলমাত্র শহরের পৌর এলাকায় প্রায় চারশতাধিক গ্রাহককে গ্যাসের সংযোগ দেয়া হয়েছে। বঞ্চিত রয়েছে গ্যাসের উৎপত্তিস্থল ইনাতগঞ্জ, দীঘলবাঁক ও আউশকান্দি ইউনিয়নসহ উপজেলার জনপদ। শেভরন ৩টি ফিল্ড থেকে প্রতিদিন গড়ে প্রায় ৮০০মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করছে। গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। হবিগঞ্জ ও সিলেট জেলার দায়িত্বে নিয়োজিত ওই মহিলা সদস্য বলেন, বংলাদেশের গ্যাসের চাহিদার ৫০% পূর্ণ করছে নবীগঞ্জে বিবিয়ানার গ্যাস। গ্যাস ক্ষেত্রের চারটি কূপ নর্থ, সাউথ, সাউথ সাউথ ইষ্ট থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রীডে সঞ্চালন হয়। স্থানীয় লোকজন গ্যাস সংযোগ থেকে বঞ্চিত রয়েছে। গ্যাসের দাবিতে স্থানীয় জনপদে ক্ষোভ বিরাজ করছে। এনিয়ে আপনার মন্ত্রণালয় কি পদক্ষেপ নিয়েছে? জবাবে মন্ত্রী নসরুল হামিদ বলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাভুক্ত বিবিয়ানার গ্যাস উত্তোলনে নিয়োজিত রয়েছে মার্কিন কোম্পানী শেভরন বাংলাদেশ লিঃ। স্থানীয় পর্যায়ে গ্যাস সরবরাহের জন্য বিভিন্ন ব্যাসের ৫৩.৫৭ কিলোমিটার পাইপ লাইন স্থাপিত হয়েছে। ১৮৬৩টি সংযেগের মাধ্যমে গ্যাস সরবরাহ হচ্ছে। বিবিয়ানার গ্যাস ফিল্ড এলাকায় জালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর কোন গ্যাস বিতরণের নেটওয়ার্ক নেই। শুধুমাত্র স্বল্প সংখ্যক আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের জন্য পাইপ লাইন স্থাপন আর্থিকভাবে লাভজনক নহে। সরকারী অনুদান ছাড়া বিবিয়ানা এলাকায় পাইপ লাইন সম্প্রসারণ সম্ভব নয়। সরকারী অনুদান পাওয়া গেলে বর্ণিত এলাকাসমূহে সংযোগ প্রকল্প গ্রহণ করা যাবে। উল্লেখ্য, কুর্শি ইউনিয়নের সীমান্তবর্তী আউশকান্দি মহাসড়কের নিকটে সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস লাইনের আরএসএস (ষ্টেশন) স্থাপন করে। ২০১২ সালে ৬ মাস কর্মদিবসের চুক্তিতে ঠিকাদারী প্রতিষ্ঠান ফরেন ইতালিয়ান কোম্পানী ওই কাজ সম্পন্ন করে। ষ্টেশন নির্মাণের পর দ্রুত গতিতে সিভিল ওয়ার্কিং (হিটারের) কাজ চালু হয়। শেভরণ, জালালাবাদ এবং স্থানীয় সূত্র জানায়, ১৯৯৭ সালে আবিস্কৃত কুশিয়ারা নদীর বিবিয়ানা প্রশাখায় ত্রিমাত্রিক ভূতাত্বিক জরিপ চালিয়ে গ্যাসের সন্ধান পায় মার্কিন কোম্পানী অক্সিডেন্টাল। প্রাথমিকভাবে ৪০ একর ভূমি অধিগ্রহণ করে ওই বছরই ড্রিলিং কাজ শুরু করে। সরকারী অনুমোদন সাপেক্ষে ’বিবিয়ানা গ্যাস ক্ষেত্র’ নামে খননের প্রাথমিক কাজ শুরু হয়। ৫টি কুপ খননের পর ২০০০ সালে অক্সিডেন্টাল বিবিয়ানার দায়িত্ব ইউনিকলের নিকট হস্তান্তর করে। ইউনিকল ২০০৫ সালে অপর মার্কিন কোম্পানী শেভরনের নিকট সার্বিক দায়িত্ব ছেড়ে দেয়। ২০০৭ সালে ৫ই মার্চ জাতীয় গ্রীডে বিবিয়ানার গ্যাস সঞ্চালনের কাজ শুরু হয়। ২০১০ সালে নবীগঞ্জ পৌর এলাকায় গ্যাস সরবরাহের দাবি একনেকে অনুমোদিত হয়। এরই প্রেক্ষিতে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেটস্থ জালালাবাদ আউশকান্দি মহাসড়কের সন্নিকটে স্থাপিত স্টেশন থেকে প্রায় ৭ কি: মি: পাইপ লাইন সম্প্রসারণ করে। ২০১৩ সালে পৌর এলাকায় গ্যাস সংযোগ চালু হয়। জালালাবাদে কর্মরত জনৈক কর্মকর্তা বলেন, নবীগঞ্জ পৌরসভায় গ্যাস সংযোগে পাইপ লাইন সম্প্রসারণে যে ব্যয় হয়েছে গ্রাহকদের নিকট থেকে দুই যুগেও উত্তোলন হবেনা। কর্মকর্তা, কর্মচারী আর গ্যাসের মূল্য সরকারকেই পরিশোধ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com