স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে নুর হোসেন (৩৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের কালেঙ্গা গ্রামের লোকমান মিয়ার পুত্র। স্থানীয়রা জানান, নুর হোসেন দিনমুজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতো। সম্প্রতি একটি গাছ পড়ে তার পা ভেঙে যায়। দরিদ্র হওয়ায় অর্থাভাবে সে চিকিৎসা করাতে পারেনি। প্রায় সময়ই তার পায়ে অসহ্য ব্যাথা করতো। অর্থাভাবে ঠিকমত চিকিৎসা করতে না পায় দিনি দিন অবনতির দিকে যাচ্ছিল। কেউই তাকে সহায়তায়ও এগিয়ে আসেননি। এদিকে গতকাল সোমবার সকাল ১০টার দিকে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে সে এ আত্মহত্যার পথ বেচে নিয়েছে বলে অনেকে ধারনা করছেন। চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।