মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

বানিয়াচঙ্গে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ১০ কেজি গাঁজাসহ আহমদ শফি (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ১ নম্বর বানিয়াচং ইউনিয়নের বড় বাজার এলাকায় এ অভিযান হয়েছে। গ্রেপ্তারকৃত শফি উপজেলার লম্বাবগি এলাকার মৃত মো. ইছমাইল মিয়ার ছেলে। র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বানিয়াচং থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। অভিযানে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com