স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস মোকাবেলায় বিধি নিষেধ বাস্তবায়নে হবিগঞ্জে লকডাউনের ৭ম দিনেও অব্যাহত রয়েছে টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম। লকডাউনের ৭ম দিনে ৭টি মোবাইল কোর্টে ৪৭ ব্যক্তিকে ৩৪ হাজার ৩০০ টাকা অর্থদ- প্রদান করা হয়। সেনাবাহিনীর সহযোগিতায় জেলার ৯টি উপজেলাতেই একযোগে এসব অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন।