বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

ইসলামি ক্ষুদ্রঋণ গবেষণায় বিশ্বের সেরা গবেষক হলেন হবিগঞ্জের ড. আবুল বাশার

  • আপডেট টাইম শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইসলামি ক্ষুদ্রঋণ গবেষণায় বিশ্বের সেরা গবেষক হলেন হবিগঞ্জের ড. আবুল বাশার ভূঁইয়া। গত দুই দশকে ইসলামি ক্ষুদ্রঋণ বিষয়ক গবেষণায় বিশ্বব্যাপী প্রকাশিত গবেষণা প্রবন্ধের পর্যালোচনা জরিপে সেরা গবেষক হিসেবে উঠে এসেছে মালয়েশিয়ায় কর্মরত ড. আবুল বাশার ভূঁইয়ার নাম। ওংষধসরপ গরপৎড়ভরহধহপব: অ ইরনষরড়সবঃৎরপ জবারবি শিরোনামে এ গবেষণা সমীক্ষা দলের নেতৃত্ব দেন আমেরিকার টহরাবৎংরঃু ড়ভ ঘবি ঙৎষবধহং-এর বাংলাদেশি বংশোদ্ভূত এবং বিশ্বে ইসলামিক ফিন্যান্স গবেষণা অ্যান্ড পাবলিকেশনের অগ্রদূত অধ্যাপক ড. এম কবির হাসান। যিনি ২০১৬ সালে আইডিবি কর্তৃক ইসলামি ব্যাংকিং এবং ফিন্যান্স গবেষণা এবং প্রকাশনায় সর্বোচ্চ পুরস্কার লাভ করেন। তারই নেতৃত্বে রিভিউ গবেষণা প্রবন্ধটি গত ১২ জুন প্রকাশিত হয়, বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রকাশনা সংস্থা ঊষংবারবৎ এরঢ়ঁনষরপধঃরড়হ ফধঃধনধংব, ঝপরবহপবউরৎবপঃ-এর আওতাধীন, ডবন ড়ভ ঝড়পরধষ ঝপরবহপব এবং ঝপড়ঢ়ঁং নিবন্ধিত এষড়নধষ ঋরহধহপব ঔড়ঁৎহধষ-এ। এ পর্যালোচনামূলক গবেষণা প্রবন্ধটি ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য তিনটি প্রকাশনা প্ল্যাটফর্ম ডবন ড়ভ ঝড়পরধষ ঝপরবহপব ধহফ ঝপড়ঢ়ঁংএবং এড়ড়মষব ঝপযড়ষধৎ-এ প্রকাশিত ১ হাজার ১৫২টি গবেষণাপত্রের ওপর সমীক্ষা চালিয়ে চারটি পৃথক ক্যাটাগরিতে এইচ-ইনডেক্স, জি-ইনডেক্স এবং এম-ইনডেক্স বিবেচনার মধ্য দিয়ে ফলাফল প্রকাশ করা হয়। ইসলামি ক্ষুদ্রঋণ গবেষণায় বেস্টকান্ট্রি ক্যাটাগরিতে মালয়েশিয়া সবচেয়ে এগিয়ে এবং একই দেশের ওহঃবৎহধঃরড়হধষ ওংষধসরপ টহরাবৎংরঃু (ওওটগ) সেরা বিশ্ববিদ্যালয় এবং ওহঃবৎহধঃরড়হধষ ঔড়ঁৎহধষ ড়ভ ঝুংঃবসং ধহফ ঊঃযরপং সর্বাধিক প্রাসঙ্গিক জার্নাল হিসেবে জায়গা করে নেয়। ইসলামি ক্ষুদ্রঋণ গবেষণায় একক গবেষক হিসেবে সর্বাধিক প্রবন্ধ প্রকাশ এবং অন্যান্য গবেষকদের গবেষণায় তার ব্যবহৃত গবেষণা মডেল রেফারেন্স হিসেবে ব্যবহার, উভয় র‌্যাংকিংয়ে উঠে আসেন ড. আবুল বাশার ভূঁইয়া। তিনি বর্তমানে মালয়েশিয়ার সেলাংগরের প্রাদেশিক বিশ্ববিদ্যালয় টহরাবৎংরঃু ড়ভ ঝবষধহমড়ৎ (টঘওঝঊখ)-এর ব্যাবসায় শিক্ষা ও হিসাববিজ্ঞান অনুষদে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। এছাড়া গত এক দশক ধরে মালয়েশিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা ও পাঠদান করে আসছেন। একই সাথে ইন্টারন্যাশনাল জার্নাল অব শরিয়াহ অ্যান্ড কর্পোরেট গভর্ন্যান্স রিসার্চের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন তিনি। এ পর্যন্ত বিভিন্ন প্রসিদ্ধ আন্তর্জাতিক জার্নালে প্রায় ১০০টির অধিক প্রবন্ধ প্রকাশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন বাংলাদেশি এই সফল গবেষক। ২০১২ সালে ক্ষুদ্রঋণ ও টেকসই জীবকা নির্বাহ বিষয়ের ওপর মালয়েশিয়া ঘধঃরড়হধষ টহরাবৎরংরঃ (টকগ) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ড. আবুল বাশার ভূঁইয়া হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পূর্ব পিটুয়ারকান্দি গ্রামের মুহাম্মদ আব্দুল মজিদ ভূঁইয়ার ৪র্থ সন্তান। নিজ এলাকায় ১৯৯৭ সালে মাধ্যমিক ও ১৯৯৯ সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে মালয়েশিয়ায় পার্মান্যান্ট রেসিডেন্ট প্রাপ্ত হয়ে সস্ত্রীক বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে এক কন্যা ও পুত্র সন্তানের জনক তিনি। ড. আবুল বাশার ভূঁইয়ার নাম বিশ্বের সেরা গবেষকের তালিকায় উঠে আসায় মালয়েশিয়ার জালালাবাদ অ্যাসোসিয়েশন ও দেশটিতে বসবাসরত বৃহওর সিলেটের প্রবাসীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com