শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

বানিয়াচংয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান ॥ সকল উন্নয়ন প্রকল্পের কাজ ভাল ভাবে হচ্ছে কি না লক্ষ্য রাখুন

  • আপডেট টাইম বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩০৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সকল উন্নয়ন প্রকল্পের কাজ ভালভাবে হচ্ছে কি না তা দেখভাল করবেন, সরকারী কোন অর্থের যেন অপচয় না হয় সেটাও খেয়াল রাখবেন বানিয়াচংয়ে ধান বিক্রয়ে কৃষক উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে জেলা প্রশাসক ইশরাত জাহান একথাগুলো বলেন। গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বানিয়াচং উপজেলায় সরকারি বিভিন্ন অনুষ্টানে যোগদান করেন। এসব অনুষ্টানের মধ্যে খাদ্য গুদামে ধান বিক্রয়ে কৃষক উদ্ধুদ্ধকরণ সভা, ত্রান বিতরন, প্রধানমন্ত্রী‘র উপহারের ঘর নির্মাণ পরিদর্শন ও কৃষকের নিকট থেকে সরাসরি বোরো ধান ক্রয়। অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক ইশরাত জাহান আরো বলেন, বানিয়াচং হাওর বেষ্টিত একটি এলাকা এখানকার প্রধান সম্পদ ধান আর মাছ। প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে ধান আর মাছের উৎপাদন বাড়ানো ও বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়া। কৃষকদের সহযোগিতার জন্যই আমরা মাঠ পর্যায়ে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি। বানিয়াচংয়ে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় কৃষকদের তিনি অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনকালে উপজেলার ৪ নম্বর ইউনিয়নের বুরুজপাড়া গ্রামে গৃহহীনদের ঘর পরিদর্শন ও ত্রান বিতরনকালে জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী গৃহহীনদেরকে ঘর ও জমি প্রদান করেছেন, এখন থেকে আপনারা জমি ও ঘরের মালিক। আপনারা হলেন প্রধানমন্ত্রীর মেহমান। এ সময় জেলা প্রশাসক ব্যক্তিগত পক্ষ থেকে নগদ টাকা বিতরন করেন। পাশেই গৃহহীনদের জন্য নির্মাণাধীন ২য় পর্যায়ের গৃহহীনদের ঘর পরিদর্শনকালে কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। এ সময় তিনি কাজের মান সঠিকভাবে বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। “খাদ্য গুদামে ধান বিক্রয়ে কৃষক উদ্ধুদ্ধকরণ” উপজেলা খাদ্য গুদামের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইটি ওশিক্ষা) দ্বিজন ব্যানার্জী, নির্বাহী ম্যাজিস্টেট মাইনুল ইসলাম এলিছ, জেলা খাদ্য কর্মকর্তা দিলদার মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক, খাদ্য কর্মকর্ত খবির উদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম তালুকদার, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সেবুল ঠাকুর, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, বিজয়ের প্রতিধ্বনি প্রতিনিধি শেখ নূরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ জেড এম উজ্জ্বল প্রমূখ। উদ্ধুদ্ধকরণ সভা শেষে উপজেলার চতুরঙ্গরায়ের পাড়া গ্রামের কৃষক আবুবক্কর মিয়ার বাড়িতে জেলা প্রশাসক হাজির হয়ে সরাসরি ধান ক্রয় করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী অফিসার সহ কৃষি ও খাদ্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com