রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী এডঃ আশরাফুল বারী নোমান শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা মোহনপুর মসজিদে জুমার মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী ॥ বেশি রাত করে ঘুমালে দেহে কঠিন কঠিন রোগ সৃষ্টি হয় হবিগঞ্জে জেলা জমিয়তের বিক্ষোভ ॥ অবিলম্বে মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল করতে হবে শায়েস্তাগঞ্জে অপহৃতা কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার ॥ গ্রেপ্তার ১ বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোবারক আলীর ইন্তেকাল জিকে গউছের শোক রশিদপুর থেকে উদ্ধার অচেতন ব্যক্তির মৃত্যু পরিচয় মিলেনি নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন

হবিগঞ্জ পৌর মেয়রের অভিযোগ জেলা প্রশাসকের সাথে সুশান্ত দাস গুপ্ত ও শোয়েব চৌধুরীর জালিয়াতি

  • আপডেট টাইম বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভূয়া প্রেসের পরিচয় দিয়ে ছাপা হচ্ছে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা। যে প্রেসের পরিচয়ে জেলা প্রশাসকের কাছ থেকে ডিক্লারেশন নেয়া হয়েছে এই নামে হবিগঞ্জ শহরে কোন প্রেসের অস্তিত্ব নেই। গত সোমবার হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে এমন তথ্য তুলে ধরেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
আবেদনে তিনি উল্লেখ করেন, ২০২০ সালের ১৯ মার্চ হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টার এলাকার মৃত ছরকুম চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকাটি তার মালিকানাধীন সোনালী প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত হবে এবং ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন) আইনের ৭ ধারা অনুযায়ী “ফরম বি” পূরণ করে সমুদয় বিধানাবলী মেনে চলতে বাধ্য থাকবেন মর্মে জেলা প্রশাসকের কাছে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। অথচ পুরান মুন্সেফী আবাসিক এলাকা কিংবা হবিগঞ্জ শহরের কোথাও শোয়েব চৌধুরীর মালিকানায় সোনালী প্রিন্টিং প্রেস নামে কোন প্রেসের অস্তিত্ব নেই। হবিগঞ্জ পৌরসভার কোন প্রকার ট্রেড লাইসেন্স সংগ্রহ না করে বিগত ২০২০ সালের ১৬ এপ্রিল থেকে অদ্যাবধি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকাটি সম্পাদক ও প্রকাশক কর্তৃক সোনালী প্রিন্টিং প্রেস, পুরান মুন্সেফী আবাসিক এলাকা, হবিগঞ্জ থেকে প্রকাশ করা হচ্ছে বলে পত্রিকার প্রিন্টিং লাইনে উল্লেখ আছে। যে প্রেসের কোন অস্তিত্বই নেই সেই প্রেস থেকে কিভাবে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে একটি পত্রিকা মুদ্রিত হয় সে প্রশ্ন মেয়র আতাউর রহমান সেলিমসহ হবিগঞ্জবাসীর। মেয়র সেলিম অভিযোগে উল্লেখ করেন, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাসগুপ্ত এবং ছাপাখানার কথিত মালিক শোয়েব চৌধুরী ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন) আইনের ৩ এবং ৭ ধারার বিধান লঙ্ঘন করে জেলা প্রশাসকের কাছে অসত্য তথ্য দিয়ে পত্রিকাটি প্রকাশের অনুমতি নিয়েছেন। যা ফৌজধারী আইন আনুযায়ী জেলা প্রশাসকের সাথে জালিয়াতির পর্যায়ে পড়ে। এ প্রসঙ্গে মেয়র আতাউর রহমান সেলিম, অভিযুক্ত সুশান্ত দাস গুপ্ত ও কথিত প্রেস মালিক শোয়েব চৌধুরীর কার্যক্রম সম্পর্কে সমাজে যে বিরূপ প্রতিক্রিয়া এবং মানুষের সম্মানহানী ঘটছে সেই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যাবলী তুলে ধরেন। তিনি বলেন, এ পত্রিকার মাধ্যমে প্রায় এক বছর ধরে হবিগঞ্জের নির্বাচিত জনপ্রতিনিধি, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, আনসার-ভিডিপি, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, কাল্পনিক ও মানহানিকর সংবাদ প্রকাশ করে আসছে। যার কারণে হবিগঞ্জে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পাশাপাশি প্রশাসন ও বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এছাড়াও হবিগঞ্জ জেলার দীর্ঘদিনের ঐতিহ্য সম্প্রদাায়িক সম্প্রীতি বিনষ্ট করার হীন উদ্দেশ্যে এ পত্রিকায় উস্কানীমূলক সংবাদ প্রকাশ করা হচ্ছে। শুধু তাই নয়- এই পত্রিকার আড়ালে সম্পাদক ও প্রকাশক, ছাপাখানার মালিক এবং তার সহকর্মী বিভিন্ন এলাকার বখাটে তরুণদের সংবাদদাতা সাজিয়ে মাদক ব্যবসা, নারী কেলেঙ্কারী, চাকুরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তারা সমাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বিরুদ্ধে অসত্য, কাল্পনিক সংবাদ প্রচারের ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। এমনকি পত্রিকাটির সম্পাদক সুশান্ত দাস গুপ্ত ও তার সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে জনসম্মুখে আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে গুলি করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এসব ঘটনায় পৌরবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। আবেদনে মেয়র আতাউর রহমান সেলিম তাঁর নিজেরসহ হবিগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগণের জানমালের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক-প্রকাশক সুশান্ত দাস গুপ্ত এবং অস্তিত্বহীন ছাপাখানার মালিক শোয়েব চৌধুরীর বিরুদ্ধে ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা আইনের ৩ এবং ৭ ধারা বিধান লঙ্ঘনের দায়ে একই আইনে ১০, ২৯, ৩১ ও ৩২ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশনা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান। এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, হবিগঞ্জ শহর থেকে যেসব পত্রিকা প্রকাশিত হচ্ছে সেগুলো সুনির্দিষ্ট প্রেস থেকে ছাপা হওয়ায় ওইসব পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়বদ্ধতা রয়েছে। এজন্য তারা প্রতিটি সংবাদ প্রকাশে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে থাকেন। কিন্তু সুশান্ত দাস গুপ্তের সুনির্দিষ্ট প্রেস না থাকায় তিনি সাংবাদিকতার সকল নীতিমালা ভঙ্গ করে অসত্য তথ্য এবং মিথ্যাচারের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তার মধ্যে কোন দায়বদ্ধতা কাজ করছে না। এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী সুজন বলেন, এ অভিযোগ প্রমাণিত হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়া চিড়াকান্দি এলাকার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন- শুভ দাস নামে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় জড়িত যুবকের হাতে পিস্তল সদৃশ যে বস্তুটি দেখা গেছে সেটি যদি অস্ত্র হয়ে থাকে তাহলে দ্রুত উদ্ধার করা প্রয়োজন বলে মনে করছি।
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো. ফরিয়াদ ও সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ বলেন, জালিয়াতির আশ্রয় নিয়ে একটি পত্রিকা প্রকাশ হচ্ছে জেনে আমরা খুবই মর্মাহত হয়েছি, এটি দুঃখজনক। দৈনিক আমার হবিগঞ্জ সম্পাদক সুশান্ত দাস গুপ্ত ও শোয়েব চৌধুরীর মত সংবাদিকের কাছে এ ধরণের জালিয়াতি আশা করা যায় না। তারা যে কাজটি করেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। আমরা জেলা প্রশাসকের কাছে বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। যাতে ভবিষ্যতে কোন সাংবাদিক বা বহিরাগত কেউ এ ধরণের কর্মের মাধ্যমে সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করতে না পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com