বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ ওসি সহ আহত শতাধিক মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল বানিয়াচং ॥ আজ বিকাল ৪টায় প্রতিবাদ সভার আয়োজন আজমিরীগঞ্জের আ’লীগ নেতা আমজাদ তালুকদার সেনাবাহিনীর হাতে গ্রেফতার সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হবিগঞ্জে নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন শহরের উত্তর শ্যামলী এলাকার কালভার্টের নিকট সড়কের পাশে বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী গ্রেফতার শহরের রাজনগর এলাকায় মি. বার্গারে সেনাবাহিনীর অভিযান

চিড়াকান্দিতে পুলিশের উপর হামলার ঘটনায় আটক দুই

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ২২ জনের উল্লেখ করে অজ্ঞাত আরও দুইশ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এক স্বেচ্ছাসেবক লীগ ও এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর থানায় এসআই আব্দুর রহিম বাদি হয়ে পুলিশ এসল্ট মামলাটি দায়ের করেন। আসামিরা হল, জেলা যুবলীগ নেতা মহিউদ্দিন সুমন, শুভ দাশ গুপ্ত, মাহবুবুর রহমান সানি (আটক), সেলিম মিয়া, জুয়েল মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জননী পত্রিকার সম্পাদক ফজলে রাব্বি রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মাহি, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল বিন (আটক), সবুজ মিয়া, কাঞ্চন মিয়া, ইয়াকুব আলী, রিপন মিয়া, জাহাঙ্গীর আলম, আব্দুর রশিদ, আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম শান্ত, মুক্তার হোসেন চৌধুরী, হরিদাশ গুপ্ত, অমেষ দাশ, আতাউর রহমান ইমরান, ইউসুফ আলী। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান জানান, ইতোমধ্যে মাহবুবুর রহমান সানি ও রাসেল বিনকে আটক করে গতকাল বৃহস্পতিবার বিকালে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
সদর থানার ওসি মাসুক আলী জানান, গত ১৯ এপ্রিল হবিগঞ্জ শহরের চিড়াকান্দিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণে গেলে সংঘর্ষকারীরা পুলিশের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২শ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান সানি এবং জেলা যুবলীগ নেতা রাসেলকে আটক করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com