শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

হতাশা ও অনিশ্চয়তায় নিম্ন আয়ের মানুষ

  • আপডেট টাইম সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪৫৫ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ সোমবার থেকে আবারও ৭ দিন (১ সপ্তাহ)’র জন্য লকডাউনে সারাদেশ। আর এই লকডাউনের কারণে ফের বিপাকে পরতে যাচ্ছে দেশের নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে মফসল শহরে বসবাসরত দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের মাঝে রোজগার নিয়ে চরম অনিশ্চিয়তা দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন লকডাউনের সময় বাড়লে তাদের দুর্দশা আরও বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে অনেকেই শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন। আবার যারা শহরে মনে সাহসে ভর করে থেকে যাচ্ছেন তারাও অনিশ্চয়তার প্রহর কাটাচ্ছেন। হবিগঞ্জের শহরতলীর বিভিন্ন এলাকা ঘুরে নিম্ন আয়ের মানুষদের সাথে কথা বললে এমন হতাশার চিত্র উঠে আসে। হবিগঞ্জের সদর আধুনিক হাসপাতাল এলাকায় ঘুরে ঘুরে চা বিক্রি করেন মনা মিয়া। করোনার আগে যা আয়-রোজগার হতো তাতে টেনে টুনে ভালোভাবেই চলতো তার সংসার। কিন্ত লকডানে করোনায় রোজগার বন্ধ হয়ে গেছে। করোনায় প্রথম লকডাউনে চরম দুর্দশার পর পরবর্তীতে আবারও রোজগার শুরু করেন। রোববার বিকেলে চা বিক্রি করছিলেন তিনি। লকডাউনের কথা বললে মনা মিয়া বলেন, ‘আগের বার কোনমতে দিন পার করছি। এবার আর উপায় নাই। লকডাউন বাড়লে না খাইয়া থাকা লাগবো। মনা মিয?ার মতো একই অবস্থার কথা জানান রিকশা চালক আলী। চাঁঁনপুর থেকে এসে হবিগঞ্জ শহরে রিকশা চালান তিনি। গ্রামের বাড়িতে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে তার।
রোজগার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় শহর ছেড়ে গ্রামে যাওয়ার ভাল হবে মনে হচ্ছে অসহায় এই চালকের। এদিকে, সারাদেশে পরিবহণ খাতে যারা বাস, মিনিবাসের ড্রাইভার, সুপারভাইজার বা হেলপার হিসেবে কাজ করেন তারা দিন-মজুরি পান সব বন্ধ ঘোষণায় হতাশা
কমতির কোন পথ নেই। দ্বিতীয় দফায় লকডাউনে গণ-পরিবহণ বন্ধ হয়ে গেলে মালিকরা তাদের কোনো মজুরি দেবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চিয়তা এছাড়া অটোরিকশা যারা চালান তারা আরও বেশী চিন্তিত। পরিসংখ্যানে জানা যায়, প্রায় আড়াই লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে আমাদের জেলায় যারা দিন আনে দিন খায় তার উপর রয়েছেন নিম্ন আয়ের মানুষেরা করোনায় শুধু তারাই নন, যারা চাকরিজীবী নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সবাই সংকটে আছেন? দ্বিতীয় দফায় লকডাউনে সেই সঙ্কট আরো তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com