শুক্রবার, ৩০ মে ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে খোলা জায়গায় পশু জবাই করে বিক্রি ॥ পরিবেশ দুষিত হচ্ছেন পত্রিকায় লিখে কোন লাভ হবে না। কর্তারা তাদের ম্যানেজ

  • আপডেট টাইম রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা থেকে নির্দিষ্ট কসাইখানা থাকাসত্বেও শহরের প্রধান সড়কের পাশে পশু হাসপাতালের সামনে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে কয়েকটি কসাইখানা। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কসাইখানা করায় সেখানে পরিবেশ দূষণ হচ্ছে। এ ব্যাপারে একাধিক অভিযোগ দেয়া হলেও কোন কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না। পৌরসভার অনুমতি ছাড়াই এ কসাইখানা স্থাপন করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রাণী সম্পদ অফিসও রয়েছে নীরব। এ সংক্রান্ত সংবাদ জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলেও উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা রয়েছেন নীরব। এদিকে খোলা বাজারে মাংস বিক্রেতারা হুংকার দিয়ে বলে বেড়াচ্ছেন পত্রিকায় লিখে কোন লাভ হবে না। দরজা বন্ধ করে রাখা হয়েছে।
গতকাল শনিবার সরজমিনে দেখা গেছে, নবীগঞ্জ পৌরসভার ওসমানী সড়কস্থ পশু হাসপাতালের সামনে রাস্তার পাশে পৌরসভার নির্মিত ড্রেনের উপর অপর পাশে একটি আইসক্রিম ফ্যাক্টরির সামনে রাস্তার উপর কসাইখানা রয়েছে। সড়কের পাশে অবস্থিত প্রাইমারী স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে খোলা জায়গায় টেবিল ও মাচা তৈরি করে সেখানে প্রতিদিন গরু-ছাগলের মাংস বিক্রি করা হচ্ছে। সড়কের ধূলিকণা উড়ে গিয়ে মাংসের ওপর পড়ছে। আবার বর্জ্য সড়কের পাশে ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। সরকারী নীয়ম-নীতির তোয়াক্কা না করে প্রতি কেজি মাংস ৭/৮ শত টাকা করে বিক্রি করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ‘পশুর বর্জ্য আশপাশে ফেলায় দুর্গন্ধে ঘরে থাকা যায় না। এ ঘটনায় পৌরসভায় অভিযোগ করেছি। কিন্তু কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।’
জনৈক ব্যবসায়ী অভিযোগ করেন, তাঁর দোকানের সামনে জোর করে মো. আনোয়ার হোসেন ও কিতাব আলী নামের মাংস ব্যবসায়ী কসাইখানা খুলে বসেন। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সড়কের পাশে কসাইখানা গড়ে তোলায় তাঁরা পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। কিন্তু কোনো ফল মিলছে না। অভিযোগ রয়েছে এতে উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তাদের মদদ রয়েছে।
পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক জানান, তাঁরা ইতিমধ্যে খোলা জায়গায় কসাইখানা বন্ধে মাংস ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌরসভার গ্লোথ সেন্টারে নির্মিত নিদৃষ্ট কসাইখানায় মাংস বিক্রির জন্য বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com