শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

শচীন্দ্র কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা ও অমর ২১শে শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। রবিবার ভোরে কলেজের শহীদ মিনার বেদীতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারীগন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান এবং পরে কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং প্রভাষক মো. জিয়াউল হক এর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. সাইফুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন সহকারী হিসাব রক্ষক অনিল চন্দ্র দাস। এর পর ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট দাড়িঁয়ে নিরবতা পালন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাতৃভাষা উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক মো. শাহ আলম। এরপর দিবসটির নানা দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন প্রভাষক গৌতম সরকার, লতিফ হোসেন, মিহির রঞ্জন সরকার, রঞ্জু পাল, সুকান্ত গোপ প্রমুখ। সভায় বক্তাগন, মাতৃভাষার জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বাংলা ভাষাকে হৃদয়ে ধারণা করে যাবার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আয়োজিত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রভাষক তপন কুমার হীরা, মো. ফিরুজ মিয়া, অফিস সহায়ক অনুকূল দাশ, নূরুল হক, নীল মনি সরকার, মকসুদ মিয়া, মর্তুজ মিয়া, তপন দাশ, রনি দাস, রেহানা আক্তার, সৈয়দ আলী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com