বানিয়াচঙ্গের নয়াপাতারিয়ায় ফুটবল
খেলা নিয়ে হামলায় যুবক নিহত,
১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নোয়া পাথারিয়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় আল আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। গত ৫ ফেব্রুয়ারী বিকেলে নোয়া পাথারিয়া মাঠে খেলা চলাকালে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত আল আমিন (২২) এর পিতা মোঃ সফর আলী বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে গত ৬ ফেব্রুয়ারী বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামীরা হচ্ছে- বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নোয়াপাথারিয়া গ্রামের মোঃ আশিক আলী তালুকদারের পুত্র জিতু মিয়া তালুকদার (২৩), মহরম আলী তালুকদারের পুত্র হাফিজুর মিয়া তালুকদার (২৫), আছকির মিয়া তালুকদারের পুত্র তোফাজ্জল হোসেন তালুকদার (২৬), সফিক মিয়া তালুকদারের পুত্র হাফিজুর তালুকদার (২২), মোঃ হাসান মিয়া তালুকদারের পুত্র জনি তালুকদার (২৪), টেনু মিয়া তালুকদারের পুত্র নাঈম তালুকদার (২৫), সফিক মিয়া তালুকদারের পুত্র আফজাল তালুকদার (২৭), মোঃ ফজর আলী তালুকদারের পুত্র রিপন তালুকদার (২২), নুর মিয়া তালুকদারের নায়েব তালুকদার (২৪), মতলিব মিয়া তালুকদারের খোকন তালুকদার (২৫), মৃত ছাত্তার মিয়া তালুকদারের পুত্র কাপ্তান মিয়া তালুকদার (২৬)।
মামলায় বলা হয়, কিছুদিন পূর্বে নোয়া পাথারিয়া খেলার মাঠে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টে বিভিন্ন গ্রাম থেকে ১০টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে নোয়া পাথারিয়া গ্রামের তালুকদার ফুটবল একাদশ ও ডিবজল মিয়া ফুটবল একাদশ উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গত ৫ ফেব্রুয়ারী উদ্বোধনী খেলায় তালুকদার ফুটবল একাদশ ও ডিবজল মিয়া ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। খেলা চলাকালে প্রথমার্ধে তালুকদার ফুটবল একাদশ প্রতিপক্ষ ডিবজল মিয়া ফুটবল একাদশকে ১টি গোল দেয়। দ্বিতীয়ার্ধে খেলা চলাকালে তালুকদার ফুটবল একাদশের খেলোয়াররা ফাউল করিয়া খেলা শুরু করে এবং খেলার মধ্যেই ডিবজল মিয়া একাদশের খেলোয়ারদের বিভিন্ন কৌশলে আঘাত করতে থাকে। রেফারীকে ফাউল ধরার জন্য বললে আসামীরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের এহেন গালিগালাজের প্রতিবাদ করলে ১নং আসামী জিতু মিয়া তালুকদারের হুকুম দিয়ে বলে যে, “শালার বেটাদের খুন করে আমাদের সাথে বারাবারি করার মজা বুঝাইয়া দে।” এতে আসামীরা আল আমিনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে এলাপাতারি আঘাত করতে থাকে। এক পর্যায়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে গলা ছেপে ধরলে আল আমিনর অজ্ঞান হয়ে মাঠে পড়ে থাকে। স্থানীয় লোকজন উদ্ধার করে আল আমিনকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।