স্টাফ রিপোর্টার ॥ মহান মুক্তিযুদ্ধে উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এমএ বর বীর উত্তমের ভাগ্নে বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা দায়েরের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উজিরপুর বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরীর সভাপতিত্বে এবং মাহফুজ ও সালেহ উদ্দীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শচীন্দ্র কলেজের প্রভাষক মোঃ লতিফ হোসেন, বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ মিয়া, সহ-সভাপতি আব্দুল লতিফ দুলাল, অ্যাডভোকেট ছাদিকুর রহমান, সিহাব চৌধুরী, খাগাউড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, তৌহিদুর রহমান, ফারুক মিয়া, আব্দুল্লাহ মিয়া, ইউপি সদস্য আজিজুর রহমান, সফিক মিয়া, এনামুল হক, হান্নান মিয়া, জসিম উদ্দীন, কালা মিয়া, ছালেক মিয়া, ছাদিকুর রহমান, সাইফুল ইসলাম, এফ রহমান সোহেল, জয়নাল আবেদীন, আব্দুর রকিব, পুকড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোফাচ্ছল হোসাইন, আব্দুল হাই, নোমান মিয়া, বুলবুল, জুলহাস, ক্বারী জালাল উদ্দিন, তালিম উদ্দিন, সাইফুর রহমান, রওশন মিয়া, ইউপি সদস্যা আঙ্গুরা বেগম, আলিমুন্নেছা, পসন বিবি প্রমূখ। সভায় বক্তারা বলেন, গত ১৪ ডিসেম্বর স্ত্রীর সাথে মামলায় হেরে হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মামদপুর গ্রামের হাফিজুর রহমান নামে এক যুবক নিজেই ছুরিকাঘাত করে আত্মহত্যা করে। যা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া প্রচারিত হয়। পরবর্তীতে ঘটনায় আত্মহত্যার প্ররোচনা অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিমকে ২নং আসামী করা হয়। বক্তারা বলেন-মামলায় অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা আদৌ সত্য নয়। ইউপি নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা হয়রানী করার জন্যই আসামী করেছে। অবিলম্বে তারা মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ইউনিয়নের সর্বস্তরের জনগণ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। সভা শেষে মানববন্ধনে অংশ গ্রহনকারী হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। এ সময় যানবাহন চলে বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হয়।