স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই নদীর কিবরিয়া ব্রীজের নিচ থেকে উদ্ধার হওয়া ভাসমান নারীর পরিচয় পাওয়া গেছে। সে লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের রোহি দাশের স্ত্রী স্ত্রী রাণী কর্মকার (৪০)। মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার সদর মডেল থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী জানান, মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। গত ১৩ ডিসেম্বর সে বাড়ি থেকে নিখোঁজ হয়। পুলিশের বক্তব্য ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।