বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাধবপুরের শাজাহানপুর ইউনিয়ন উপ-নির্বাচন ॥ আ.লীগের বাবুল হোসেন খাঁন বিজয়ী

  • আপডেট টাইম বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বাবুল হোসেন খাঁন নৌকা প্রতীক ৭৩০৩ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত পারভেজ হোসেন চৌধুরী ধানের শীষ প্রতীক পেয়েছেন ভোট ৬৩৪১। এছাড়া স্বতন্ত্র মোঃ আলফাজ মিয়া অটোরিক্সা পেয়েছেন ২২৫০ ভোট। রাত সাড়ে ৭টার সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বিজয়ীর নাম ঘোষনা করেন। ছোট-কাট দু/একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তির্পূন ভাবে সর্ম্পূন হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। ২৪৬৪৭ জন ভোটারের মধ্যে ১৫৮৯৪ ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ১৭৬ ভোট বাতিল হয়ে যায়। নিবার্চনকে সুষ্টু করতে প্রতি কেন্দ্রে ১০ জন পুলিশ, ১৭ জন অস্ত্রধারী আনসার সদস্য, ৩জন নিবার্হী ম্যাজিষ্ট্রেট’র নেতৃত্বে মোবাইল টিম ও একজন জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট’র নেতৃত্বে স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করেন। এছাড়া র‌্যাব ও বিজিবি’র সদস্যরা টহলে ছিলেন। গত ২৯ জুলাই শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী করোনা উপসগ নিয়ে মৃত্যু বরন করায় পদটি শূণ্য ঘোষানা করে নতুন নিবার্চনের তারিখ ঘোষনা করেন নির্বাচন কমিশন। অপর দিকে একই দিন উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডেও সংরক্ষিত আসনের উপ নির্বাচন অনুষ্টিত হয়েছে। মোছাম্মদ হেলেনা খাতুন সূষ্যমুখী প্রতীক ১৭১২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোছাঃ রোকেয়া বেগম মাইক প্রতীক পেয়েছেন ১৬০৬ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com