নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যুবদল নেতা সাইফুর রহমান বাবুকে জনসম্মুখে প্রাণনাশের হুমকি দিয়েছে একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে (৮ অক্টোবর) বৃহস্পতিবার সকালে পৌর এলাকার অনমনু গ্রামে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার অনমনু গ্রামের হিরন মিয়ার পুত্র মিষ্ঠু মিয়া জোরপূর্বকভাবে সাইফুর রহমান বাবুর বাঁশ ঝাড়ের বাঁশ কর্তন করেন। এসময় বাবু প্রতিবাদ করলে জনসম্মুখে তাকে প্রাণনাশের হুমকি দেন মিষ্ঠু ও তার সহযোগিরা। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন নবীগঞ্জ উপজেলা যুবদলের এই নেতা। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই আক্তার হোসেন মাহি বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।