শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী এডঃ আশরাফুল বারী নোমান শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা মোহনপুর মসজিদে জুমার মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী ॥ বেশি রাত করে ঘুমালে দেহে কঠিন কঠিন রোগ সৃষ্টি হয় হবিগঞ্জে জেলা জমিয়তের বিক্ষোভ ॥ অবিলম্বে মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল করতে হবে শায়েস্তাগঞ্জে অপহৃতা কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার ॥ গ্রেপ্তার ১ বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোবারক আলীর ইন্তেকাল জিকে গউছের শোক রশিদপুর থেকে উদ্ধার অচেতন ব্যক্তির মৃত্যু পরিচয় মিলেনি নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন

সাংবাদিকদের সাথে পরামর্শ সভায় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ॥ সকলে মিলে মিশে কাজ করলে সমাজ থেকে সকল অসংগতি দুর করা সম্ভব

  • আপডেট টাইম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম বলেছেন, কাজ করতে গেলে চাই কাজের পরিবেশ, কাজের মন মানসিকতা। যদি কারো পিছু টান থাকে তবে তার নিকট থেকে সঠিকভাবে পরিপূর্ণ কাজ আদায় করা সম্ভব নয়। তিনি বলেন, পুলিশ কাজের পরিবেশ সৃষ্টি করার জন্য পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জে যোগদানের পরপরই সকল থানা ও ফাড়ির চাহিদাগুলো চিহ্নিত করি। পরে দ্রুততম সময়ের মধ্যে সে চাহিদা পুরন করি। যাতে দায়িত্ব পালন করতে যেয়ে কারো পিছু টান না থাকে। গতকাল পুলিশ অফিস ক্যাম্পাসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, দাঙ্গা হাঙ্গামার জন্য সারা দেশে হবিগঞ্জের দুর্নাম ছিল। তাই দাঙ্গা রোধে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করি। দাঙ্গা, মাদক, ইভটিজিং সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শন, বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা, লিফলেট, পেষ্টোন বিতরণ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলা ব্যাপী এর প্রভাব পড়ে। ফলশ্রুতিতে জেলায় দাঙ্গা অনেকাংশে কমে গেছে। তিনি বলেন, বিগত ২৩ মাসে জেলায় ৩ হাজার ৮২৭টি মামলা রুজু হয়েছে আর এ সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪ হাজার ১৮৭টি। একই সময়ে আদালত থেকে ১৯ হাজার ৫১৬টি ওয়ারেন্ট প্রদান করা হলেও নিষ্পত্তি হয়েছে ২০ হাজার ৯০৬টি।
মোহাম্মদ উল্ল্যা বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি করোনাকালীন পুলিশের বেতর ভাতার অংশ থেকে নিম্নবিত্ত ও হতদরিদ্র ৪ হাজার ১’শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন, সাংবাদিক এবং পুলিশ একে অপরের পরিপুরক। সাংবাদিকগণ সহযোগিতার হাত প্রসারিত রাখলে পুলিশের কাজ করতে সুবিধা হবে। সকলে মিলে মিশে কাজ করলে সমাজ থেকে সকল অসংগতি দুর করা সম্ভব।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর মাহমুদুল হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ঈসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, ভোরের কাগজ প্রতিনিধি সফিকুল আলম চৌধুরী, আব্দুল হালিম, নুরুজ্জামান চৌধুরী শওকত, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রদীপ দাস সাগর, শাকির চৌধুরী, নুর উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলী, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সরোয়ার শিকদার, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ আলী, নুর উদ্দিন সুমন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com