বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ ওসি সহ আহত শতাধিক মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল বানিয়াচং ॥ আজ বিকাল ৪টায় প্রতিবাদ সভার আয়োজন আজমিরীগঞ্জের আ’লীগ নেতা আমজাদ তালুকদার সেনাবাহিনীর হাতে গ্রেফতার সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হবিগঞ্জে নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন শহরের উত্তর শ্যামলী এলাকার কালভার্টের নিকট সড়কের পাশে বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী গ্রেফতার শহরের রাজনগর এলাকায় মি. বার্গারে সেনাবাহিনীর অভিযান

যৌতুকের জন্য হত্যা ॥ আদালতে মামলা দায়ের ॥ দক্ষিণ সাঙ্গরে জেসমিন হত্যা মামলা এফআইআর গণ্যে রুজুর নির্দেশ

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গরে গৃহবধু জাসমিন ওরফে জেসমিনের হত্যা মামলাটি এফআইআর গণ্যে রুজু করতে বানিয়াচং থানার ওসিকে নির্দেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ। নিহত জেসমিন আক্তারের মাতা কুলসুমা বেগম বাদী হয়ে জেসমিন আক্তারের স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর গন্যে রুজু করতে বানিয়াচং থানার ওসিকে নির্দেশ দেন। মামলার আসামীরা হল নিহত জেসমিন আক্তারের স্বামী দনি সাঙ্গর গ্রামের জুনাইদ মিয়া, জুনাইদ মিয়ার ৩ ভাই ছমেদ মিয়া, জুবায়েল মিয়া, আলমগীর মিয়া, জুনাইদ মিয়ার ভাবী রুশেনা আক্তার, লাখাইর সিংহগ্রাম গ্রামের ফরহাদ মিয়া।
জানা যায়, জুনাইদ মিয়া ও ভাবী রুশেনা আক্তারের মধ্যে পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল। তা মেনে নিতে পারেনি নিহত জেসমিন আক্তার। এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে আসামী জুনাইদ মিয়া জেসমিন আক্তারের কাছে ২ লক্ষ টাকা যৌতুক দাবী করে। যৌতুক দিতে অস্বীকার করায় গত ১ সেপ্টেম্বর রাতে জেসমিন আক্তারকে খুন করা হয়। খুনের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে প্রচার করা হয় আত্বহত্যার কাহিনী। জেসমিন আক্তারের বাবা আছকির আলমকে দিয়ে থানায় একটি মৃত্যু সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহনের আবেদন বিষয়ে একটি লিখিত কাগজে টিপসই নেয়া হয়। বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হয় যে, জেসমিন আক্তার আত্বহত্যা করেছে। গত ৬ সেপ্টেম্বর তারিখে জেসমিন আক্তারের মাতা কুলসুমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুক দিতে অস্বীকার করায় জেসমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর গন্যে রুজুর নির্দেশ দেন। আদালতের আদেশের সংবাদ শুনার পর থেকে আসামীরা বাড়ি থেকে পালিয়ে যায়। নিহত জেসমিনের মাতা কুলসুমা বেগম জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com