শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে হবিগঞ্জে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৬তম আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে হবিগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় নরসিংহ জিউ মন্দির প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সম্মানিত অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ট্টাস্টি সাবেক সচিব অশোক মাধব রায়। প্রধান আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নিখিল ভট্টাচার্য্য। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক জগদ্বীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসকন অধ্য উদয়গৌর দাস ব্রহ্মচারী, পুলিশ পরিদর্শক রঞ্জন কুমার সামন্ত, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি জগদীশ চন্দ্র মোদক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট মুরলী ধর দাশ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অনুপ কুমার দেব মনা, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটো, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ পার্থ প্রতীম দাশ, জেলা হিন্দু মহাজোটের যুগ্ম আহবায়ক সুজিত বণিক, পৌর কাউন্সিলর গৌতম কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানে সমবেত বিশেষ প্রার্থনা পরিচালনা করেন প্রমথ সরকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন শীর্ষাদ্রীমিত দত্ত কাব্য। এ সময় বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণ ৫ হাজার বছর আগে ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ এর যে নীতি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, সেটি সবাই ধারণ করলে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। তারা বলেন, বৈশ্বিক মহামারি থেকে নিজেদের রা করতে সবাইকে অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com