সোমবার, ০৬ মে ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি ॥ ফসলের ব্যাপক ক্ষতি ॥ ১০ ঘন্টা বিদ্যুতবিহীন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা সিলেট কিশোর হত্যার দায়ে বানিয়াচঙ্গের যুবক আটক আয়া চন্দনা রাণীর পোস্টিং লাখাই কাজ করছেন হবিগঞ্জ মাতৃমঙ্গল হবিগঞ্জ পৌরসভা থেকে অবসরপ্রাপ্ত ১৫ কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল আহমেদের মনোনয়নপত্র বাতিল ধুলিয়াখাল থেকে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ৩ ঘন্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা ॥ ভোগান্তি উপজেলা পরিষদ নির্বাচন হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল মানবসেবার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বানিয়াচংয়ে পল্লী বিদ্যুতের খুটি উপড়ে ২ লাইনম্যান আহত

  • আপডেট টাইম বুধবার, ২১ মে, ২০১৪
  • ৩৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বানিয়াচং জোনাল অফিসের আওতাধীন কাদিরগঞ্জ অভিযোগ কেন্দ্রের সুলতানপুর গ্রামে বিদ্যুতের খুটি স্থাপন করতে গিয়ে পল্লী বিদ্যুতের ২ লাইনম্যান গ্রেড-১ মোঃ কবির মিয়া, গ্রেড-২ মারফত আলী গুরুতর আহত হয়েছে। তন্মধ্যে আংশকাজনক অবস্থায় গ্রেড-১ মোঃ কবির মিয়াকে ঢাকায় প্রেরন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুলতানপুর গ্রামে নতুন বিদ্যুতায়নের লক্ষ্যে পল্লী বিদ্যুতের ৭টি খুটি স্থাপন কাজ চলছিল। কাজ চলাবস্থায় কবির ও মারফত আলী ১টি খুটির উপরে ওঠা মাত্রই খুটি উপড়ে খুটি মাটিতে পড়ে যায়। এতে কবির মিয়া খুটির নিচে চাপা পড়ে যায় অপরজন মারফত আলী ছিটকে পড়েন। সাথে সাথে এলাকাবাসী ও সহকর্মীদের সহযোগিতায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কবির মিয়া অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় প্রেরন করা হয়। অপরজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুতের অধিকাংশ কর্মচারীরা জানান, নিয়ম অনুযায়ী এ ধরনের খুটিগুলোতে পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে কাজ করানোর কথা থাকলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালীপনার কারনে প্রায়ই এসব দূর্ঘটনা ঘটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com