শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

লাখাইয়ে ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৪৩৪ বা পড়া হয়েছে

আবুল কাসেম লাখাই থেকে ॥ লাখাইয়ে হঠাৎ করে ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপরে যাওয়ার ঘটনা ঘটছে।।করাব ইউনিয়ন পরিষদের সদস্য জালাল উদ্দিন তালুকদার জানান, সোমবার ভোরে হঠাৎ করে ঘূর্ণিঝড়টি আঘাত হানে উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামে। তবে বেশ কিছু ঘরবাড়ি, গাছপালা উপড়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এ সময় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ঝড়ে প্রায় ৩৭টি ঘরবাড়ি, বিদ্যুতের তার চিরে পরে, ৩ শতাধিক গাছপালা উপড়ে পড়ে এবং গাছ ও বাড়ির টিন পড়ে কয়েকজন আহত হয়েছেন।
ঝড়ে ক্ষতিগ্রস্ত মিছির আলী নামে এক জন জানান, ভোরে হঠাৎ করে আসা এই ঝড়ে আমার বসত ঘরের টিন উড়িয়ে নিয়ে গেছে।
এমনই রংবাহার নামে আরেক জন ভিক্ষুক জানান, আমার এই ছোট ঘরটি ছাড়া আর কিছুই নেই গতকালের ওই ঝড়ে শেষ সম্বল টুকু উড়িয়ে নিয়ে যায়। প্রায় ১ কিলোমিটার জুড়ে রাস্তার উপর উপড়ে ও ভেঙ্গে পড়েছে গাছপালা। আধাপাকা ও কাঁচা ঘর বাড়ি ভেঙ্গে পড়েছে, উড়ে গেছে টিনের ছাউনী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরির্দশন শেষে তিনি সাংবাদিকদের জানান, ঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com