সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

নবীগঞ্জে করোনায় আক্রান্ত গর্ভবতী স্বাস্থ্যকর্মী মহিলার সন্তান প্রসবের পর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৫০০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ করোনা উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী মহিলার সন্তান প্রসবের কিছুক্ষনের মাঝেই নবজাতকের মৃত্যু। সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষ ওই স্বাস্থ্যকর্মী মহিলার নমুনা সংগ্রহ করে রিপোর্টে করোনা পজেটিভ আসে। করোনা পজেটিভ থাকার কারনে স্বাস্থ্যকর্মী মহিলার নব-জাতক শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন ডাক্তারা। খবরটি নবীগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দেয়। এদিকে ওই বাড়িসহ আশপাশের বাড়িঘরকে লকডাউন করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রের সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী নবীগঞ্জ পৌর এলাকার কেলি কানাইপুরের বাসিন্দা জনৈক স্বাস্থ্যকর্মী বুধবার (২০ মে) সকালে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ডেলিভারীর কিছুক্ষনের মধ্যেই নবজাতকের মৃত্যু ঘটে। মৃত নব-জাতক শিশুর মায়ের করোনা উপসর্গ লক্ষণ আছে কি-না, তা পরীক্ষার জন্য তাৎক্ষনিকভাবে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে উক্ত স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ আসে। এতে ধারনা করা যাচ্ছে, করোনা পজেটিভ থাকার কারনে ডাক্তাররা সন্তান প্রসবের পর মৃত্যু ঘটে। ডাক্তাররা ধারণা করছেন মায়ের করোনা পজেটিভ থাকার কারনেই নব-জাতক শিশুর মৃত্যুর কারন হতে পারে। স্বাস্থ্য কর্মীর করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রিয়াংকা পাল চৌধুরী। এ নিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত সংখ্যা ১৯ জন। টিএইচও ডাঃ আব্দুস সামাদ জানান, বিষয়টি জানার পর স্বাস্থ্যকর্মীর পরিবারের লোকজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com