বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

অনন্তপুরে মতবিনিময় সভায় মেয়র জি কে গউছ সাইফুর রহমানের টাকা আর আমার চেষ্টার ফসল কামড়াপুর নছরতপুর বাইপাস সড়ক

  • আপডেট টাইম রবিবার, ১৮ মে, ২০১৪
  • ৩৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের টাকা আর আমার চেষ্টার ফসল কামড়াপুর থেকে নছরতপুর বাইপাস সড়ক। এই সড়কে ৩য় কোন ব্যক্তির অবদান নেই। এই অবদানকে ছিনতাই করার চেষ্টা করা হলে জনগণ তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করবে।
তিনি গতকাল শনিবার রাতে পৌর এলাকার অনন্তপুরে জনগণের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। বিশিষ্ট মুরুব্বি হাজী ছফির মাহমুদ কনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মেয়র জি কে গউছ আরও বলেন- ওযু ছাড়া যেমন নামাজ হয় না তেমনি সততা ছাড়া জনসেবা হয় না। তাই নিজেকে সৎ রেখেই জনগণের কল্যাণে কাজ করছি। পৌরসভার চেয়ারে বসে কোটি কোটি টাকার চেকে স্বাক্ষর করছি। কিন্তু সরকারের কোন এজেন্সি বিগত ১০ বছর যাবত একটি টাকার দূর্নীতির অভিযোগ তুলতে পারেনি। তিনি বলেন- আমি নির্বাচিত হওয়ার পূর্বে পৌরসভার টেলিফোন বিল আসত প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা, আর এখন সেই বিল ৫ হাজার টাকার মধ্যে নেমে এসেছে। প্রতি মাসে হাজার হাজার টাকা আপ্যায়ন বিল আসত, তা বন্ধ করেছি। এভাবে টাকা সাশ্রয় করে পৌর এলাকার উন্নয়ন করছি। অনন্তপুর কবরস্থানের উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান ঘোষণা দিয়ে মেয়র জি কে গউছ বলেন- গত ১/১১ এর সময় ষড়যন্ত্রকারীরা আমাকে কারাগারে আবদ্ধ করে হবিগঞ্জ পৌরবাসীকে উন্নয়ন বঞ্চিত করেছে। সাড়ে ১৯ মাস পৌরসভার দায়িত্ব পালন থেকে দুরে থাকার কারনে ২১ কোটি টাকার বরাদ্ধ ফেরত গিয়েছিল। অনেক পরীক্ষা দিয়ে এ বছর বিশ্ব ব্যাংকের উন্নয়ন প্রকল্পে অন্তর্র্ভূক্ত হয়েছি। শীঘ্রই পৌর এলাকায় ব্যাপক হারে উন্নয়ন কাজ শুরু হবে। তিনি বলেন- ১/১১ এর ষড়যন্ত্রকারীরা আবার সজাগ হয়েছে। তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।
প্রভাষক হারুন মিয়া, এডঃ গুলজার খান ও আব্দুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি মধু মিয়া, এডঃ শামছু মিয়া চৌধুরী, হাজী নুর মিয়া, মাহফুজ আলী খান, নুরুল ইসলাম নানু, ফজর আলী, আজিজুর রহমান কাজল, রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, ইসলাম উদ্দিন, নাজমুল হাসান বাচ্চু, আলী আজম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, শাহ মুসলিম, আব্দুল আউয়াল, কাজী মলাই মিয়া, বুইদ্ধা মিয়া, আদম আলী, সৈয়দ আলী, জফর আলী, ডেঙ্গু মিয়া, জাহেদুল আলম জাক্কু, মর্তুজা আহমেদ রিপন, আলকাছ মিয়া, রবিউল আলম রবি, আবু ছালেক, মালেক শাহ, রায়েত চৌধুরী রিংকু, শারফিন চৌধুরী রিয়াজ, জসিম উদ্দিন, ফেরদৈৗস তালুকদার, রফিক মিয়া, ইলিয়াছ, জাহির মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com