শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে খৎনা অনুষ্ঠান ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৪৬৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কমলপুর গ্রামে ঘটা করে ছেলের সুন্নতে খৎনা করায় ভ্রাম্যমান আদালত ছেলের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধ অমান্য করে ওই গ্রামের কামাল মিয়া গরু জবাই করে কয়েক শ লোকের খাবার দাবারের আয়োজন করে। খবর পেয়ে রোববার দুপুরে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ওই গ্রামে গিয়ে অনুষ্টানটি বন্ধ করে দিয়েছেন। কমলপুর গ্রামের কামাল মিয়া তার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলের ঘটা করে খৎনা করার খবরটি প্রশাসন পূর্বে অবগত হয়ে অনুষ্ঠান না করার নির্দেশ দেন। কিন্তু কামাল মিয়া প্রশাসনের নির্দেশ অমান্য করে গরু জবাই করে বাড়িতে প্যান্ডেল বানিয়ে ছেলের খতনার আয়োজন করেন। এতে কয়েক শ লোকের সমাগম হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার কমলপুর গ্রামে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে এবং প্যান্ডেল খোলার নিদের্শ দেন।
অনুষ্ঠানে কয়েকজন জনপ্রতিনিধি সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিদের দেখে সহকারী কমিশনার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিস্মিত হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়।
কারোনা ভাইরাসের কারনে সরকার সারা দেশে সব ধরনের সভা, সমাবেশ, গনজমায়েত, ধমীয় অনুষ্ঠান করার উপর নিষেধাজ্ঞা জারি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com