স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত একুশের প্রথম প্রহরে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ শহীদ মিনারে কাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সভাপতি শামীম আহছান, সভাপতি মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সৈয়দ এখলাছুর রহমান খোকন, সদস্য প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, এমএ হালিম, রাশেদ আহমদ খান, শফিকুল আলম চৌধুরী, এস এম সুরুজ আলী, মোহাম্মদ নুর উদ্দিন, ফয়সল চৌধুরী, সাংবাদিক মশিউর রহমান, আখলাছ আহমেদ প্রিয় প্রমূখ।