শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

বানিয়াচঙ্গে সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ৫১৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ গ্রাম্য দাঙ্গা, মাদক, খাদ্যে ফরমালিন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড মুলোৎপাঠনে গুণীজনদের নিয়ে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক করেছে মাসিক সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান’র সভাপতিত্বে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া ও ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারমান মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার বলেন, সমাজ থেকে অন্যায় ও অপরাধ মুলোৎপাঠন করতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। আপনার চোখের সামনে একটি অন্যায় সংঘটিত হচ্ছে আর আপনি বাধা দিচ্ছেন না, এমনকি প্রশাসনকেও জানাচ্ছেন না তাহলে কীভাবে অপরাধ হ্রাস পাবে। সকল শ্রেণিপেশার মানুষকে সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা রেখেই চলতে হবে। আসুন আগে আমরা বদলে যাই, সমাজ বদলে যাবে। তিনি আরো বলেন, সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র গোলটেবিল বৈঠকটি খুব-ই গুরুত্বপূর্ণ। এভাবেই সমাজের মানুষকে সচেতন করে তুলতে পারলে অপরাধী যেই হোক তা রেহাই পাবে না এবং সমাজে শৃংখলা ধরে রাখা সহজ হবে। ‘তরঙ্গ’ পত্রিকার সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং কমিউিনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়, আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, উপজেলা দুদক সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান, ৫/৬নং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, এটি এন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক প্রভাকর পত্রিকার সম্পাদক আব্দুল হালিম, দৈনিক আমাদের অর্থনীতির হবিগঞ্জ প্রতিনিধি সাফিউজ্জামান শাফি, দি ডেইলী ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি ইমদাদুল হোসেন খান, দৈনিক মানবজমিন এর প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক সমকালের প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, ভোরের কাগজের প্রতিনিধি জীবন আহমেদ লিটন, বানিয়াচং ক্রিকেট কাবের সভাপতি ফজল উল্লাহ খান, বিশিষ্ট সমাজসেবক শেখ আজিজুর রহমান ,লেখক তানভীর সিদ্দিকী তোয়াহা, জাকির হোসেন ও সাংবাদিক আলহাদী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুশাহিদ আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com