এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার অবহেলিত একটি জনপদের নাম গালিবপুর-মাধবপুর গ্রাম। উক্ত গ্রামটি ৪নং দীঘলবাক ইউনিয়নের অর্šÍগত হলেও ভৌগলিক কারনে কুশিয়ারা নদীর বিপরীত পাড়ে অবস্থিত। ফলে সরকারের নানা মুখী উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত। এ গ্রামে অবস্থিত রয়েছে একটি সরকারী প্রাইমারী স্কুল, একটি মাদ্রাসা ও একটি বাজার। প্রায় আড়াই হাজার ভোটারের এলাকায় জন সংখ্যা রয়েছে প্রায় ৬/৭ হাজার। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে শিক্ষার্থীরা স্কুল ও মাদ্রাসায় আসা যাওয়া কষ্টকর। নৌকা এবং পায়ে হাটাই তাদের সম্ভল। গ্রামের লোকজন তাদের ইউনিয়ন অফিসসহ উপজেলা সদরে আসতে হলে নৌকায় কুশিয়ারা নদী পাড় হয়ে অথবা সিলেটের ওসমানী নগর থানার শেরপুর হয়ে সিএনজি যোগে আসতে হয়। তাও আবার রাস্তাটি বেহাল দশা থাকায় সামান্য বৃষ্টি হলে পায়ে হাটা ছাড়া উপায় নেই। গ্রামটি দীর্ঘদিন ধরে ছিল বিদ্যুত বিহীন। গেল ৩/৪ বছর পুর্বে বর্তমান সরকার ওই এলাকায় বিদ্যুত পৌছে দেয়ায় অন্ধকার দুর হলেও সার্বিক দিকে উন্নয়নের ছুয়া লাগেনি। স্থানীয় বাজার থেকে মাধবপুর গ্রাম অভিমুখে জেলা পরিষদের পক্ষ থেকে কিছু জায়গা ইট সলিং করে দেয়া হয়েছে। কিন্তু গ্রামের ভিতরের রাস্তাটি খুব লাজুক। নদী গর্ভে বিলীন হয়ে চলাচলের অনুপযোগী হওয়ায় হাটু পানি ভেঙ্গে লোকজন তাদের গবাধি পশু নিয়ে বের হতে হয়। এখানে প্রায় ৫ শত ফুট জায়গা গাইড ওয়াল দিয়ে মেরামত করলে লোকজনের চলাচলের উপযোগী হবে বলে অভিমত স্থানীয়দের। এছাড়া শেরপুর মেইন সড়ক টু মাধবপুর বাজার পর্যন্ত রাস্তাটি মেরামত ও পাকা করন হলে ওই এলাকার মানুষের যাতায়াত সুবিধা হবে। খোজঁ নিয়ে জানা গেছে, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় ওই এলাকায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসনের লোকজনও সচরাচর আসা যাওয়া হয়না। যে কোন অপ্রীতিকর ঘটনায় ইচ্ছা থাকা সত্ত্বেও পুলিশের উপস্থিতি ভাগ্যে জোটে না। এলাকাবাসীর দাবী বর্তমান ডিজিটাল বাংলাদেশে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিবপুর-মাধবপুর উন্নয়নে স্থানীয় এমপিসহ সরকার সুদৃষ্টি দিবেন।