বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

০৬ সেপ্টেম্বর ২০১৩ ইং এর পত্রিকার সকল সংবাদ

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩
  • ৪০১ বা পড়া হয়েছে

সুজাতপুর হাওরে নৌকা ডুবি
এক শিশু নিহত ॥ আহত ১৫
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের হাওরে নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিহত শিশুটির মা-বাবা ও বোনসহ আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। নিহতের নাম মুর্শেদ আলম (৯)। সে সুজাতপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। গতকাল সন্ধ্যার দিকে ইকরাম এর সৈতনপুর গ্রামের কাছে নৌকা ডুবির ঘটনাটি ঘটে। অতিরিক্ত যাত্রী বোঝাইর কারণে এ দুর্ঘটনাটি ঘটে বলে যাত্রীরা জানান।
নৌকার আরোহীরা জানান, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি ইকরাম থেকে সুজাতপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সন্ধ্যার পুর্ব মূর্হুতের দিকে নৌকাটি সৈতনপুর গ্রামের কাছে পৌছুলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার ভেতরে থাকা যাত্রীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে সাতরে তীরে উঠতে সক্ষম হলেও ভেতরে আটকা পড়ে মুর্শেদ। খবর পেয়ে সুজাতপুর ইউপি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদসহ স্থানীয় জনতা ঘটনাস্থলে পৌছে নৌকাটি তীরে তুলে এর ভেতর থেকে মুর্শেদের লাশ উদ্ধার করেন। নিহত মুর্শেদের বাবা আব্দুল আহাদ জানান, তারা স্বপরিবারে শ্রীমঙ্গল থাকেন। গতকাল তারা বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু বাড়ি পৌছার আগেই দুর্ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন-নিহতের বোন চাদনী (১০), মা স্বপ্না বেগম, বাবা আব্দুল আহাদ, সৎমূখা সুন্নীয়া জামে মসজিদের ইমাম মাওঃ সাইদুর রহমান, কুতুব আলী মিয়া, পৈলারকান্দি গ্রামের চাদনী বেগম (৮) তার বোন নাছরিন বেগম (৬)সহ অন্তত ১৫জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাটিতে ধারণ ক্ষমতার চেয়ে আরো বেশী যাত্রী উঠানো হয়। এর মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং শিশুও ছিল। নৌকাটি ঘাট থেকে ছাড়ার আগে অনেকেই অতিরিক্ত যাত্রী উঠাতে নিষেধ করেন। কিন্তু নৌকার মাঝিরা তাতে কর্ণপাত করেনি। দুর্ঘটনা কবলিত নৌকার মালিক সুজাতপুর গ্রামের আন্নর আলীর পুত্র মোশাহিদ মিয়া বলে জানা গেছে।

মিরপুর লাকড়ি পাড়া গ্রামবাসীর সাথে ডাঃ
মুশফিক হোসেন চৌধুরীর মতবিনিময় সভা
নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে স্বাধীনতার পরাজিত শত্র“ মানবতার দুশমন জামায়াত শিবিরের ধর্ম নিয়ে অপপ্রচারের মোকাবেলা করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পূর্ণ গঠন করতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার বিজয় সু-নিশ্চিত করতে হবে। তিনি গতকাল বাহুবল উপজেলার মিরপুর ৮নং ওয়ার্ড লাকড়ি পাড়া গ্রামবাসীর সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ডাঃ মুশফিক হোসেন্ চৌধুরী বলেন, আওয়ামীলীগ জনগণের দল, আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে যখনই দেশের মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নয়ন হয়েছে। তাই আগামী ১০ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।
সাইফ উদ্দিনের সভাপতিত্বে ও মনজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই, তৈয়ব আলী, মহিলা মেম্বার রেহানা বেগম ও আব্দুল কাদির প্রমূখ।

ইমামবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী
পালন সেলিম চৌধুরীকে সংর্বধনা প্রদান
প্রেস বিজ্ঞপ্তি ॥ ইমাম বাড়ী বাজারে বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাবেক জেলা ছাত্র নেতা এ কে এম সেলিম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মদরিছ মিয়া, বশিরুল হক চৌধুরী, আব্দুল মালিক, দুলা মিয়া, মোস্তফা কামাল, হাজী মেরাজ মিয়া, ইদু মিয়া, যুবদল সাধারণ সম্পাদক এম এন মির্জা, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সানু, ছাত্রদল আহ্বায়ক নূরুল আমিন। সভায় উপস্থিত ছিলেন ছাবু মিয়া, সুমন চৌধুরী, আলমগীর হোসেন, আহম্মদ খান, সৈয়দ আহমদ, ছুনু মিয়া, আজাদ মিয়া, জাকির হোসেন সোহাগ, জসিম আহমেদ, আব্দুল্লাহ মিয়া, ফয়জুল আমীন, আজম আলী, মালিক মিয়া, বিলাল হোসেন প্রমূখ।

সাইফুর রহমানের কবর জিয়ারত
করেছেন মেয়র জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির কন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। পরে তিনি এম সাইফুর রহমানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে যোগদান করেন। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর মেয়র জি কে গউছ মৌলভীবাজারের বাহারমর্দনে এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু।

তারেক রহমানের কারামুক্তি দিবসে
মটর চালক দলের আলোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশ নায়ক তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মটর চালক দল হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারপুর বাইপাস রোডে জেলা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপি‘র নির্বাহী সদস্য ও জেলা ওলামা দলের সভাপতি ক্বারী কবির হোসেন। জেলা মোটর চালক দলের আহবায়ক মারাজ মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারা মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন- যুগ্ম আহবায়ক উজ্জল আহমেদ, নিরাপদ সরকার, মোঃ তৌফিক মিয়া, আবুল কালাম, লিটন সরকার, অজিত, সেলিম মিয়া, আলী আহম্মদ, তানিম আহম্মদ, ফটিক শীল, মোশাহিদ আহম্মদ, শুভ সরকার, ইকবাল আহাম্মদ, রাব্বি, বিশিষ্ট মুরুব্বী মেহের আলী মিয়া, কালা মিয়া ও শহীদ মিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ এনামুল হক সেলিম বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলন ঘোষণা করবেন রাজপথে থেকে সকল কর্মসূচী পালনে মটর চালক দলের সকল নেতাকর্মী উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন- সকল মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে।

নবীগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের
সাথে অধ্যাপক মুজিবুর রহমানে মতবিনিময়
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের আহবানে সদর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান, আওয়ামীলীগ নেতা মতব্বির হোসেন, রহমত উল্লাহ, মাষ্টার কনর মিয়া, (অবঃ) সার্জেন মিরাজ মিয়া, সেকুল ইসলাম, শিহাব আলী, জমরু মিয়া, আবু মিয়া, উমেদ আলী, ময়না মিয়া, শাহিদ মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আহাদের যুক্তরাজ্য
গমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ এর যুক্তরাজ্য গমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, বিএনপি নেতা সোহেল আহমদ, মোজাম্মেল হক লিটন, জেলা যুবদল নেতা মর্তুজা আহমদ রিপন, মহিবুর রহমান টিপু, জেলা ছাত্রদল নেতা কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, লন্ডন প্রবাসী শাহ শহিদ আলী প্রমুখ।

হবিগঞ্জ থেকে সাইফুর রহমানের নাম মুছে
ফেলার চেষ্টা করে লাভ নেই-মেয়র জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, জোড় করে মানুষের ভালবাসা আদায় করা যায় না। ভালবাসা পেতে হলে মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক তৈরী করতে হয়। জোড় করে মানুষের ভালবাসা সাময়িক পাওয়া যায় সত্য কিন্তু পরে জনগণ তাদের ধিক্কার দেয়। তিনি বলেন- হবিগঞ্জ থেকে যারা এম সাইফুর রহমানের নাম মুছে ফেলতে চায় জনগণ তাদের আস্তাকুড়ে নিপে করবে। হবিগঞ্জের উন্নয়নে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ছিলেন উজ্জল নক্ষত্র। হবিগঞ্জের প্রতিটি উন্নয়নে এম সাইফুর রহমানের অবদান রয়েছে। তাই হবিগঞ্জ থেকে সাইফুর রহমানের নাম মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করে লাভ নেই। সাইফুর রহমান হবিগঞ্জে নাম লিখিয়েছে উন্নয়ন দিয়ে। মেয়র বলেন- নিজেরা উন্নয়ন করে নামফলক লাগান জনগণ আপনাদের স্মরণ রাখবে। অন্যের উন্নয়ন ছিনতাই করে নিজের নামফলক লাগানোর রাজনীতি পরিহার করুন।
মেয়র গতকাল হবিগঞ্জ জেলা যুবদলের এক স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ইসলাম তরফদার তনু, মর্তুজ আহমেদ রিপন, জুনেদ মিয়া, মতিউর রহমান মতি, আমিনুল ইসলাম বাবুল, মিজানুর রহমান চৌধুরী, আবুল কাশেম জুয়েল, শফিকুর রহমান সিতু, মোর্শেদ আলম সাজন, শেখ মামুনুর রশিদ মামুন, দুলাল মিয়া, এনামুল এক চৌধুরী, হেলাল আহমেদ টিপু, নাসির উদ্দিন মাহিন, মন্জু উদ্দিন মন্জু, মিজানুর রহমান সুমন, আব্দুল কাইয়ুম, রবিউল আলম রবি, আমিনুল ইসলাম আখন্জি, মনসুর হাসিম, সোহেল মিয়া, রহমত উল্লা, মনহর উদ্দিন, দুলাল আহমেদ, শামিম মিয়া, ফার”ক মিয়া, তারেক মিয়া, ফেরদৌস মিয়া, জাহির মিয়া, সজল মিয়া, এস আই সোহাগ প্রমুখ।

তারেক রহমানের কারামুক্তি দিবসে ডাঃ জীবন
তারেক রহমান’র বিরুদ্ধে
এখনও সরকার ষড়যন্ত্রে লিপ্ত
বানিয়াচং প্রতিনিধি ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমান’র কারামুক্তি দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৪ নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে সন্ধ্যায় জাতীয়তাবাদী উপজেলা যুবদলের সভাপতি শেখ আমির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান আওয়ামী বাকশালী সরকার তারেক আতংকে ভোগছে, জননন্দিত নেতা তারেক রহমান’র বিরুদ্ধে এখনও সরকার ষড়যন্ত্রে লিপ্ত আছে, যত ষড়যন্ত্রই হউক না কেন সকল ষড়যন্ত্রের বীজ উপড়ে ফেলে জননন্দিত নেতা তারেক রহমান দেশে ফিরে আসবে, এই দিন আর বেশী দূরে নয়, সেই দিন লাখ লাখ জনতা প্রাণ প্রিয় এই নেতাকে স্বাগত জানাবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আয়ুব আলী, সহ-সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়ারিশ উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান বাবলু, প্রচার সম্পাদক সামছুর রহমান, মোতাব্বির হোসেন, যুবদল সাবেক সভাপতি শেখ আমজাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাহির হোসেন, কৃষকদল সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, যুবদল সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মুতি, ইলিয়াছ মিয়া, শাহজাহান মিয়া, তাতীদল যুগ্ম আহবায়ক ছাদিক মিয়া, কলেজ ছাত্রদল সভাপতি মোঃ সোহেল মিয়া, যুবদল নেতা আব্দুল হান্নান, মিলন খান, জিয়াউর মিয়া, মাসুম মিয়া, মোতাব্বির হোসেন, হাবিবুর রহমান মাসুক, সোহেল মিয়া, শোয়েব মিয়া, আব্দুল বারিক, অলিউর রহমান, মিজানুর রহমান, ফয়সল আহমেদ পলাশ, মুজিবুল মিয়া, হাদিস মিয়া, নুরুল আমিন, তরুন প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক সোহাগ মিয়া, ছাত্রদল নেতা জাকির হোসেন, কবির মিয়া, বাবু, শামিম, মোজাম্মিল। পরিশেষে সিলেট এর গর্ব প্রয়াত নেতা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান’র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাযাত করা হয়।

জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আহাদ যুক্তরাজ্য
গমন উপলক্ষে পৌর স্বেচ্ছাসেবকদলের বিদায় সংবর্ধনা
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আহাদ এর যুক্তরাজ্য গমন উপলক্ষে হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় স্বেচ্ছাসেবকদলের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহাবুদ্দিন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমপানা চৌধুরী মাসুদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আমিনুর রশিদ এমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট এনামুল হক সেলিম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবজাল হোসেন, জেলা যুবদল নেতা জয়ই সেলিম, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক রহমত আলী। অন্যান্যের বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, শরীফ উদ্দিন লিটন, সাইফুল রহমান রিপন, হাফিজুর রহমান, আব্দুল ছাত্তার রনি, তৌফিক, মিজানুর রহমান সোহেল, দেলোয়ার হোসেন রানা, জিয়াউর রহমান, নাছির, মুজাহিদ, অলিব, সৈকত প্রমুখ।

আনোয়ার উদ্দিন খানের
মৃত্যুতে মিলাদ মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা যুবলীগ এর সহ সভাপতি মরহুম আনোয়ার উদ্দিন খান এর অকাল মৃত্যুতে পৌর যুবলীগের উদ্যোগে শহরের বিভিন্ন সমজিদে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে বাদ আছর মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও জেলা যুবলীগ এর সভাপতি আতাউর রহমান সেলিম, সহ সভাপতি হাসান চৌধুরী হিমসিম, শামছু মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজ, সহ সভাপতি যথাক্রমে বদরুল আলম, সবুজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, শেখ নিজাম, জিএম নিয়াজ প্রমুখ। কোর্ট স্টেশন মসজিদে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ সহ যুবলীগের নেতৃবৃন্দ। ইনাতাবাদ মসজিদে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সহ সভাপতি এনামুল হক শাহিন সহ যুবলীগ নেতবৃন্দ। পোষ্ট অফিস জামে মসজিদে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পৌর যুবলীগে সহ সভাপতি মোঃ জাহির মিয়া সহ যুবলীগে নেতৃবৃন্দ। উমেদনগর মসজিদে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন খান সহ যুবলীগের নেতৃবৃন্দ।

নবীগঞ্জে জেকে উচ্চ বিদ্যালয়ে
অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে। স্কুলের সিনিয়র শিক্ষক ও দাতা সদস্য রথীন্দ্র লাল দে মুকুল এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক সলিল দাশ, জন্টু চন্দ্র রায়, হুমায়ুন কবির, বজলুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুর রহমান চৌধুরী মালিক, অববিন্দু রায়, অভিভাবক আব্দুল মতিন, চান্দ উল্লাহ, হিমাংশু রায়, শরীফ উদ্দিন প্রমুখ।

বানিয়াচংয়ে হত্যা মামলার সাজাপ্রাপ্ত
আসামীদের হামলায় স্বাক্ষী আহত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দুল হক আখনজী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের হামলায় স্বাক্ষীসহ কয়েকজন আহত হয়েছেন। এ ব্যাপারে গত বুধবার আহত ইব্রাহিম আলীরর ভাতিজা আলকাছ মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা হয়েছে। মামলার আসামীরা হলেন সৈয়দুল হক আখনজী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মধু মিয়া, আবিদ মিয়া, হুসেন আহমেদ ওরফে বাচ্চু মিয়া, মারাজ মিয়া, সৈয়দ আলীসহ ২৭ জন। মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালে বাদী আখলাছ মিয়া চাচা ইব্রাহিম আলী ও আজম আলী একই গ্রামের ব্যবসায়ী সৈয়দুল হক আখনজী হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী স্বাক্ষি ছিলেন। ওই মামলায় আসামী হুসেন আহমেদ বাচ্চুু মিয়া, আবিদ মিয়া ও মধু মিয়ার যাবজ্জীবন সাজা হয়। পরে হাইকোর্টে আপিল করে তারা অস্থায়ী জামিন লাভ করে। জামিনে মুক্তি পেয়ে তারা এলাকায় এসে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। এদিকে সৈয়দুল হক হত্যা মামলার আসামী ইব্রাহিম আলীর উপর প্রতিশোধ নিতে তারা সুযোগ খুজতে থাকে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আতুকুড়া জামে মসজিদ থেকে এশার নামাজ পড়ে ইব্রাহিম আলীসহ আরো কয়েকজন মিলে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মধু মিয়া, আবিদ মিয়া, হুসেন আহমেদ ওরফে বাচ্চুু মিয়া ও মারাজ মিয়াসহ কতিপয় লোক হামলা চালায়। হামলায় গুরুতর আহত ইব্রাহিম আলীকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

চুনারুঘাট সদর ইউনিয়নের
৩নং ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন
কেরামত ইউপি সদস্য নির্বাচিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সদর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার নরপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচন দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে নলকুপ প্রতীক দিয়ে ৬৩৫ ভোট পেয়ে কামরুল ইসলাম কেরামত সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোরগ প্রতীক নিয়ে সৈয়দ মহি উদ্দিন ফারুক হাসান ২৯৬ ভোট পেয়েছেন। গত ১৫ জুলাই ওই ওয়ার্ডের ইউপি সদস্য আলিফ মোহাম্মদ ইদ্রিছ আকস্মকিভাবে মৃত্যুবরণ করলে এ আসনটি শূণ্য হয়।

চুনারুঘাটে ভাতা বিতরণকালে সমাজকল্যাণ মন্ত্রী ॥
আমেরিকা-লন্ডনের মদের টাকায়
এদেশে মাদ্রাসা করছেন হেফাজতিরা
চুনারুঘাট প্রতিনিধি ॥ সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, হেফাজতি হুজুররা লন্ডন আমেরিকা থেকে মদ বিক্রির টাকা থেকে এদেশে মাদ্রাসা করছেন। তারা ঘন ঘন বিদেশে গিয়ে অর্থ সংগ্রহ করে নিজের প্রয়োজনও মেটাচ্ছেন। এদেশে তারা আবার নারীদের ঘরে বসিয়ে রাখতে চায়। কিন্তু খালেদা জিয়া ঘরে বাইরে কিংবা বিদেশে গেলে হেফাজতিদের কাছে জায়েজ। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট উপজেলার পরিষদ হলরুমে দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়ের লোকজনের মধ্যে ভাতা ও শিক্ষা বৃত্তির টাকা বিতরণকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নারীদের এখনই জেগে উঠতে হবে এবং পরিবার তথা দেশের উন্নয়নে তাদেরকে চাকুরিসহ সকল কাজে অংশ নিতে হবে। তিনি হেফাজতিদের ধোকা থেকে দুরে থাকার আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাউসার, ও সমাজ সেবা’র উপ-পরিচালক পিযুষ কান্তি দত্ত। সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম পাঠোয়ারীর পচিালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, অধ্যক্ষ আবু জাহের, সৈয়দ মোতাব্বির আলী, মাওলানা তাজুল ইসলাম, বিদ্যুৎ পাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলালীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রজব আলী, মোঃ ওয়াহেদ আলী চেয়ারম্যান, সজল দাশ, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ তাহির মিয়া, সাধারণ সম্পাদক আবুল খয়ের, যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সেক্রেটারি কে এম আনোয়ার হোসেন, স্ব্চ্ছোসেবকলীগের সভাপতি মানিক সরকার, সেক্রেটারি আবেদ হাসনাত চৌধুরী সনজু, ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল।
সভায় প্রধান অতিথি উপজেলার বেদে, দলিত ও হরিজন সম্প্রদায়ের ১০৬ জনের মধ্যে ৩ লাখ ৮১ হাজার টাকা এবং ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ৯৫ হাজার ২শ টাকাসহ ৬ লাখ ৭৭ হাজার টাকার ভাতা ও শিক্ষাবৃত্তি প্রদান করেন। সন্ধ্যায় তিনি থানা রোডে প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে উপজেলা সাবরেজিষ্ট্রার কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

দিনারপুর কলেজে ১ম বার
অভিভাবক সমাবেশ অনুষ্টিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার নব প্রতিষ্টিত দিনারপুর কলেজে ১ম বারের মত অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল সকালে কলেজ প্রাঙ্গণে কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি ডাঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও কলেজের ইংরেজী প্রভাষক মোশারফ আলী মিঠুর পরিচালনায় অনুষ্টিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইমদাদুর রহমান মুকুল, গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড.জাবেদ আলী, সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, কলেজের ভুমি দাতা সুরুজ আলী, ঢাকা শহীদ রমিজ উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ডাঃ শাহ আবুল খায়ের, হাজী আব্দুল মুহিত চৌধুরী, ইলিয়াছ মিয়া, সফিউল আলম, জুলফিকার আহমেদ, শাহ গোলাম ইজদানী শামীম, ইমন মস্তফা প্রমূখ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়। অনুষ্টানে প্রায় শতাধিক অভিভাবক, কলেজের ছাত্র-ছাত্রী ছাড়া ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

মাধবপুরে বড় ভাইয়ের
হামলায় ছোট বোন আহত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হামলায় বিধবা ছোট বোন আহত হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে বাঘাসুরা ইউনিয়নের কাউরা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত ছোট বোন হচ্ছেন-ওই গ্রামের মৃত আব্দুল হাসিমের স্ত্রী সিজিলা বেগম (৬০)। হামলাকারী বড় ভাই হচ্ছেন-আমির আলী। স্থানীয় ষূত্রে জানা যায়, সিজিলা বেগমের কিছু জমি বড় ভাই আমির আলী নিজের দখলে নিতে চেষ্টা করে আসছিলেন। কিন্তু সিজিলা বেগম বাধা দেয়ায় গতকাল তার উপর হামলা চালানো হয়। এতে সিজিলা বেগম আহত হয়। তাকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুনারুঘাটে ভারতীয় জিরাসহ
দুই চোরাকারবারী আটক
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় জিরাসহ দুই দাগী চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে চুনারুঘাট-বাল্লা সড়কের সিএনজি থেকে চোরাকারবারী আহাদ ও কাজল (জন্ডিস কাজল) কে আটক করেন দারোগা আবুল কাশেম। চোরা ব্যবসায়ীরা জানায়, টেকেরঘাট গ্রামের চোরা ব্যবসায়ী মরম আলীর ৬০ কেজি জিরা নিয়ে শায়েস্তাগঞ্জে যাচ্ছিল। এ সময় তারা পুলিশের হাতে আটক হন। সুত্র জানায়, আটক দুই চোরা ব্যবসায়ীসহ আরো ২৫ জন চোরাব্যবসায়ী সীমান্তে দীর্ঘদিন থেকে চোরা ব্যবসা চালিয়ে আসছে। এদেরকে নিয়ন্ত্রন করছে মরম আলী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সাংবাদিক আমির হোসেনর ছোট ভাই সমাজ সেবক মীর
হুসেনের ইন্তে—কাল ॥ সৈয়দ ফয়সল ও শাম্মী এমপির শোক
চুনারুঘাট প্রতিনিধি ॥ মানবজমিন পত্রিকার হবিগঞ্জ স্টাফ রিপোর্টার আমীর হোসেনের ছোট ভাই আহমদাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট সমাজ সেবক মোজাম্মেল হোসেন (মীর হুসেন) আর নেই। তিনি বুধবার সকালে নিজ গ্রাম ছয়শ্রীতে হৃদরোগে আকান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ২ কন্যা, ১ পুত্র, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার ফজরের নাজ শেষে তিনি বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে চা পান করতে যান। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে বাড়ি নিয়ে আসার কিছুক্ষনের মধ্যেই উন্তেকাল করেন। তার মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য লোকজন ছুটে আসেন। এলাকায় নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে তার বড় ভাই মানবজমিন পত্রিকার হবিগঞ্জ স্টাফ রিপোর্টার আমীর হোসেন হবিগঞ্জ থেকে, ছোট ভাই দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মহিবুল হোসেন জিতু ঢাকা থেকে ছুটে আসেন বাড়িতে।
বুধবার বিকালে ছয়শ্রী হাজী আবুল হাশীম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুনারুঘাট পৌর মেয়র মোহাম্মদ আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিজ, আহমদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, দৈনিক সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালীম, চুনারুঘাট বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ, ছাত্রদল আহবায়ক আবু নাইম চৌধুরী হালিম, সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া, আমুরোড বাজার কমিটির সভাপতি আঃ রহমান আজাদ, আহমদাবাদ ইউপি সদস্য ফজলুর রহমান আকল, সুহেল কালাম আজাদ চৌধুরী, সাবেক সদস্য হাছান আলী এবং চুনারুঘাট প্রেসক্লাব, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটি, আহমদবাদ ইউনিয়ন পরিষদ, আমুরোড বাজার কমিটি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ জানাযায় অংশ নেন। পরে ছয়শ্রী গ্রামস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে বিশিষ্ট সমাজ সেবক চুনারুঘাট উপজেলা বিএনপির সদস্য মীর হুসেনের মৃত্যুতে হবিগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মোঃ ফয়সল এবং জাতীয় সংসদ সদস্য শাম্মী আক্তার শিফা গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে
মহিলা সহ আহত ৫
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলা সহ উভয় পক্ষে অন্তত ৫জন আহত হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত বুধবার রাতে উপজেলার কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামের মমশর মিয়ার পুত্র রিমন তারই চাচা আব্দাল মিয়ার পুত্র শাহানের সাথে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এরই জের ধরে গতকাল সকালে দু’পক্ষের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মঞ্জিল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৫০), মমশর মিয়া স্ত্রী সামসুল বেগম (৩৫) তার ছেলে রিমন (১৪)সহ ৫জন আহত হয়।

জেলা যুবলীগ নেতা আনোয়ারুলের মৃত্যুতে
বাহুবল যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ারুল হক খান ও বাহুবল উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিতু মিয়ার মৃত্যুতে বাহুবল উপজেলা যুবলীগের উদ্যোগে গতকাল বাদ জোহর বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার মুফতি আব্দুস সহীদ। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা যুবলীগের সভাপতি অলিউর রহমান (অলি), উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, সাতকাপন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জমসেদ আলী, যুবলীগ সহ-সভাপতি আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন ইউসুফ, আব্দুল মজিদ, আব্দুল মান্নান, আয়াত আলী প্রমুখ। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বামৈ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে
কৃষকলীগের কমিটি গঠিত
কটু মিয়া সভাপতি, মিজানুর সাধারণ সম্পাদক, আব্দুল হক সাংগঠনিক সম্পাদক
প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাইয়ের বামৈ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কৃষকলীগের কমিটি গঠিত হয়েছে। গতকাল বিকেলে আয়োজিত এক সভায় কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শাহ রেজাউল আহমেদ দুলদুল, যুগ্ম আহ্বায়ক আলমগীর উল্লা, রায়হান উদ্দিন মেম্বার ও জাহির মিয়া। সভায় কটু মিয়াকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও আব্দুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ভিশন-২০২১ বাস্তবায়নে জেলা তথ্য
অফিসের উদ্যোগে আলোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি ॥ সরকারের দিনবদলের সনদঃ ভিশন-২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপি তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে স্বাস্থ্য ও সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে গত ৪ সেপ্টেম্বর বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও উদ্বুত্তকরণ সংগীতানুষ্ঠান। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিলীপ কুমার বনিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন। এছাড়া সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম ও সাংবাদিকসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com