সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

আজ হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী রূপে পুজিত হবে সৌমি

  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৪৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুর্গাপূজার অংশ হিসেবে আজ সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ পুজার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এবার রামকৃষ্ণ মিশনে কুমারী রূপে পুজিত হবেন সৌমি মল্লিক। সে যশোরের পুরাতন মুন্সেফী কোয়ার্টারের সুমেন্দ নাথ মল্লিক এর কন্যা। দেবী পুরাণে কুমারী পূজার সুস্পষ্ট উল্লেখ রয়েছে।
শাস্ত্র অনুসারে সাধারণত ১ বছর থেকে ১৬ বছরের অজাতপুষ্প কুমারীকে পূজার উল্লেখ রয়েছে। ব্রাহ্মণ অবিবাহিত কন্যা অথবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে। বয়স ভেদে কুমারীর নাম হয় ভিন্ন। নিয়ম অনুযায়ী সকালে নির্বাচিত কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেয়া হয় ফুল, কপালে সিঁদুরের তিলক এবং পায়ে আলতা। ঠিক সময়ে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শোপচারে পূজা করা হয়।
কুমারী পূজা উপলক্ষে হবিগঞ্জ জেলার বিকভিন্ন গ্রামাঞ্চলসহ পার্শ্ববর্তী জেলা থেকেও সনাতন ধর্মের লোকজন এসে জড়ো হন। এ অবস্থায় সার্বিক নিরাপত্তার জন্য হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com